More
    Homeআন্তর্জাতিককরোনা প্রোটোকল ভেঙে বর্ষবরণ উদযাপন করলেই বড় ধরনের জরিমানা !

    করোনা প্রোটোকল ভেঙে বর্ষবরণ উদযাপন করলেই বড় ধরনের জরিমানা !

    এবারের বর্ষবরণ অন্যান্যবারের চেয়ে অনেকটাই আলাদা, কারণ এবার করোনা মহামারির প্রাদুর্ভাব এখনও অব্যাহত। নতুন আর সেই কারণেই বর্ষবরণের অনুষ্ঠানে ভীড় নিয়ে সরকারের বেঁধে দেওয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরশাহী।

     

    আদেশ অনুসারে, দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষের জমায়েতকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সঙ্কট ও দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বলছে, নিয়ম লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর যারা অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে।

    করোনা বিধিনিষেধ মেনে আনন্দ করার ব্যপারে কোনও বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। পারিবারিকভাবে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। সকলের মাস্ক পরা বাধ্যতামুলক।

    এছাড়া গোটা সময়জুড়ে একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কোয়ার মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। এর অন্যথা ঘটলেই গুনতে হবে জরিমানা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments