More
    Homeজাতীয়কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক বাসবারাজ বোম্মাই

    কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক বাসবারাজ বোম্মাই

    ঘোষণা হয়েছিল গতকালই। সেই মতই বুধবার শুভক্ষণে কর্নাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাসবরাজ বোম্মাই। ৩২ বছর আগে এই আসনেই ছিলেন তাঁর পিতা এসআর বোম্মাই। ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠতেই কর্নাটকের মুখ্যমন্ত্রী নির্বাচিত করে লিঙ্গায়েত সম্প্রদায়ের ভোট জিইয়ে রাখল বিজেপি।

    সকাল সাড়ে ১০টায় রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। শপথ গ্রহন অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। প্রথম থেকেই তাঁর ঘনিষ্ঠ নেতা বোম্মাই। তাই তাঁকে মুখ্যমন্ত্রী করায় ইয়েদুরাপ্পার ক্ষোভ অনেকটাই উপশম হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শপথ নিয়েই রাজ্যবাসীর উন্নয়নের কথা বলেছেন তিনি। তাঁর সরকার দরিদ্রের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বোম্মাই।

    ৩২ বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বোম্মাইয়ের বাবা। সেই সুবাদেই রাজনীতিতে আসা তাঁর। প্রথমে জনতা দল করতেন তিনি। পরে বিজেপিতে যোগ দেন। বিজেপি থেকে পর পর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। সেচমন্ত্রী হিসেবে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন বোম্মাই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments