More
    Homeজাতীয়কলকাতা-দিল্লি সরাসরি উড়ান এবার সপ্তাহের প্রতিদিনই

    কলকাতা-দিল্লি সরাসরি উড়ান এবার সপ্তাহের প্রতিদিনই

    কলকাতা-দিল্লি সরাসরি উড়ান এবার সপ্তাহের প্রতিদিনই। নবান্নর তরফে জানানো হল কোভিড নিয়মবিধি মেনে এবার সপ্তাহের সাতদিনই চালানো হবে কলকাতা-দিল্লি উড়ান।
    করোনা মহামারীর জন্য লকডাউন যখন ঘোষিত হয়েছিল, তখন রেল-বিমান সমস্ত পরিষেবাতেই নিয়ন্ত্রণ আনা হয়েছিল। এখন আগের চেয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ফলে পরিবহণের সমস্ত দিকগুলিই ধীরে ধীরে খুলে যাচ্ছে। মেট্রোর পর লোকাল ট্রেনও চালু হয়েছে। এবার পরিবর্তন আসছে বিমান পরিষেবাতেও।
    ইদানীং কলকাতা-দিল্লি সরাসরি উড়ান চলত সপ্তাহে তিনদিন। এবার নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল, কোভিড প্রোটোকল মেনে এবার পুরোপুরি স্বাভাবিক করা হবে কলকাতা-দিল্লি সরাসরি উড়ান। রাজ্য সরকারের তরফে ৪ জুলাই থেকে কলকাতা এবং দিল্লি সহ দেশের আরও পাঁচ কোভিড হটস্পট শহরে সরাসরি উড়ান নিষিদ্ধ ছিল। রাজধানী ছাড়াও তার মধ্যে ছিল মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, পুণে ও নাসিক। এরপর ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন চলছিল সরাসরি উড়ান ওই ৬ শহরের মধ্যে। বাকিদিন কানেক্টিং ফ্লাইট ছাড়া যাত্রীদের কোনও গতি ছিল না। এখন থেকে সপ্তাহে প্রত্যেকদিন কলকাতা-দিল্লি সরাসরি বিমান পরিষেবা মিলবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments