More
    Homeকলকাতাকলকাতা পুরসভার ভোট ঘোষণা, জানুন নির্ঘণ্ট

    কলকাতা পুরসভার ভোট ঘোষণা, জানুন নির্ঘণ্ট

    কলকাতার পুরভোট ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ তারিখ শহরের ১৪৪টি ওয়ার্ডে ৪ হাজার ৭৪২টি প্রধান ও ৩৮৫টি অক্সিলারি বুথে ভোটগ্রহণ হবে। সাংবাদিক সম্মেলন করে তা জানিয়েছে কমিশন। সেই সঙ্গে বৃহস্পতিবার থেকেই চালু করা হচ্ছে শহরে আদর্শ আচরণবিধি।

     

    এদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, এবারের পুরভোটে নতুন ইজিএমএস বা ইলেকশন গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনও নাগরিক ভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবেন, সরাসরি কমিশনের কাছেই অভিযোগ পৌঁছে যাবে। বৃহস্পতিবার থেকেই চালু হয়ে যাবে এই সিস্টেম। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন ভোটার রয়েছে। নির্বাচনী প্রচারে কোভিড আবহে কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। সন্ধে সাতটা থেকে সকাল ১০টা পর্যন্ত কোনও মিটিং মিছিল করা যাবে না। বড় কোনও মিটিং করার ব্যাপারেও মেনে চলতে হবে বিধি। এই পরিস্থিতিতে ছোটখাটো মিটিং ও জমায়েতের উপরে জোর দেওয়ার কথা বলেছে কমিশন। ভোট ঘোষণা হলেও ভোটের ফলাফল কবে জানা যাবে তা এখনও স্পষ্ট করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। আর কিছুদিনের মধ্যেই তা নিশ্চিত করে জানানো হবে। মনে করা হচ্ছে ২১ ডিসেম্বরেই ভোটের ফল ঘোষণা হতে পারে। ১৯ তারিখ ভোটের পর ২০ তারিখকে পুনর্নির্বাচনের জন্য রাখা হয়েছে। হাওড়া পুরসভার ভোট কবে হবে তা নিয়েও পরিষ্কার করে কিছু বলতে পারেনি কমিশন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কমিশনার রাজ্যের কোর্টে বল ঠেলে দেন। বলেন, হাওড়া নিয়ে রাজ্য এখনও কমিশনকে কিছু জানায়নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments