More
    Homeখবরকাটল জট,পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না

    কাটল জট,পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না

    কাটল জট,পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না।এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।’হাইকোর্ট আরও জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, বিচারবিভাগীয় নজরদারিতে ভোট সহ অন্য আবেদনগুলির জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী।তাই ওয়াকিবহাল মহল মনে করছেন, পঞ্চায়েত ভোট ঘোষনা এখন শুধুই সময়ের অপেক্ষা।

     

    প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটের আগে মূলত দু’টি বিষয়ে কলকাতা হাই কোর্টের মামলা করেছিলেন শুভেন্দু। একটি ওবিসি সম্প্রদায়ের গণনা সংক্রান্ত বিষয়ে। অন্যটি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়ে। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, শুভেন্দু চাইলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি নিয়ে আলাদা মামলা করতে পারেন।

     

    তবে এই পর্যায়ে হাই কোর্ট আপাতত কোনও বাধা দেবে না।রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র গণনা হয়নি। পাল্টা কমিশন বলেছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন। মঙ্গলবার শুভেন্দুর সেই জনস্বার্থ মামলাটিই ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

     

    বেঞ্চ জানিয়ে দেয়, ‘‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাই কোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।’’রাজ্যে পঞ্চায়েত ভোট কবে? সেটা পরিষ্কার না-হলেও রাজ্য নির্বাচন কমিশন মে মাসেই ভোট ধরে নিয়ে জেলাশাসকদের ভোটকর্মীর তালিকা ২৭ মার্চের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে। এ বার প্রত্যেক অফিসকে লিখিত ভাবে তাদের কর্মীদের তালিকা পাঠাতে হবে না। বরং, কোনও অফিসের ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অনলাইনে তাঁর অফিসের কর্মীদের তালিকা জমা দেবেন।

    IPL আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে , গোড়ালির চোটের কারণে এই ক্রিকেটারকে পাবে না কোহলিরা।

    নামের পাশে কর্মীর পদমর্যাদা, অবসরের দিনক্ষণ, গুরুতর অসুস্থ থাকলে সেই ব্যাপারে সবিস্তার তথ্য অনলাইনে জানাতে হবে।রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, এ বার রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য ৬৩ হাজার ৩৩৯টি বুথ তৈরি হয়েছে। ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৭৪ হাজার। ভোট হবে ব্যালটে। প্রয়োজন প্রায় সাড়ে চার লক্ষ ব্যালট বক্স। সেই জন্য ভিন রাজ্যের অপেক্ষায় না-থেকে কমিশন দেড় লক্ষ ব্যালট বক্স কিনেছে। ব্যালট বক্স লুট করে ভোটে কারচুপি রুখতে প্রতিটি ব্যালট বক্সে থাকছে কিউআর কোড। যা দিয়ে কমিশন নিজস্ব অ্যাপের সাহায্যে ব্যালট বক্সের গতিবিধির উপর নজরদারি করতে পারবে। কাটল জট

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments