More
    Homeজাতীয়কুয়াশার দাপট! আগামী ৩ মাস বন্ধ থাকবে ১২ টি দূরপাল্লার ট্রেন, একনজরে...

    কুয়াশার দাপট! আগামী ৩ মাস বন্ধ থাকবে ১২ টি দূরপাল্লার ট্রেন, একনজরে তালিকা

    শীতের মরশুমে কুয়াশার দাপট শুরু হয়। তবে এখনও সেভাবে কুয়াশা দেখা যায়নি। কিন্তু তার আগেই বিভিন্ন ট্রেন বাতিল করতে শুরু করে দিল রেলমন্ত্রক। সম্প্রতি পূর্ব রেল জানিয়ে দিয়েছে বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা। যেগুলি আগামী তিনমাস বাতিল থাকবে কুয়াশার কারণে।

    এরমধ্যে ১২টি ট্রেন (৬ জোড়া) এই রাজ্যে যাতায়াত করে। যদিও এর আগে তিস্তা-তোর্সা এক্সপ্রেস বাতিল করা নিয়ে বিতর্ক হয়েছিল। পরে ট্রেনটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। এবার আরও ৬ জোড়া দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দেখে নিন বাংলা থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে আগামী তিন মাস।

    ১১১০৬/০১১০৬ ঝাঁসি-কলকাতা: সাপ্তাহিক ট্রেনটি প্রতি শুক্রবার চলে। এই ট্রেনটি আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১১১০৫/০১১০৫ কলকাতা-ঝাঁসি: একইভাবে প্রতি রবিবার কলকাতা থেকে ঝাঁসির উদ্দেশ্যে ছাড়া ট্রেনটি ২ ডিসেম্বর থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১৪০০৪/০৪০০৪ নয়াদিল্লি-মালদহ টাউন: সপ্তাহে দুদিন চলা গুরুত্বপূর্ণ ট্রেনটি ২ ডিসেম্বর থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১৪০০৩/০৪০০৩ মালদহ টাউন-নয়াদিল্লি: ফিরতি পথের ট্রেনটি আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী ১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল থাকবে।
    ১৩৪২৯/০৩৪২৯ মালদহ টাউন-আনন্দ বিহার: প্রতি শুক্রবার চলা এক্সপ্রেস ট্রেনটি আগামী ৩ ডিসেম্বর থেকে পরের বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১৩৪৩০/০৩৪৩০ আনন্দ বিহার-মালদহ টাউন: ফিরতি পথে ট্রেনটি আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার বাতিল থাকবে।
    ১২৯৮৮/০২৯৮৮ আজমেঢ়-শিয়ালদহ: আগামী ১ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১২৯৮৭/০২৯৮৭ শিয়ালদহ-আজমেঢ়: একইভাবে আগামী ২ ডিসেম্বর থেকে পরের বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে ফিরতি ট্রেনটি।
    ১২৩২৫/০২৩২৫ কলকাতা-নাঙ্গালড্যাম: প্রতি বৃহস্পতিবার চলা ট্রেনটি আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১২৩২৬/০২৩২৬ নাঙ্গালড্যাম-কলকাতা: একইভাবে প্রতি শনিবার চলা ট্রেনটি আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
    ১২৩৫৭/১২৩৫৭ কলকাতা-অমৃতসর: গুরুত্বপূর্ণ এই ট্রেনটি ৩০ নভেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল থাকবে।
    ১২৩৫৮/১২৩৫৮ অমৃতসর-কলকাতা: একইভাবে ফিরতি পথে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার ট্রেনটি ২ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments