More
    Homeপশ্চিমবঙ্গকৃষক বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা,সাসপেন্ড সুখেন্দু-সহ চার সাংসদ

    কৃষক বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা,সাসপেন্ড সুখেন্দু-সহ চার সাংসদ

    দু’দিন শান্ত ছিল সংসদের পরিস্থিতি। কিন্তু বাজেটের পরদিন নয়া তিন কৃষি আইন এবং কৃষক বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। মঙ্গলবার অধিবেশনের শুরুতে কৃষক আন্দোলনের বিষয়টি গুরুত্বপূর্ণ। তার জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা হোক। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দশেখর রায় জানান, যখন বিল হিসেবে পেশ করা হয়েছিল, তখন সংসদের উচ্চকক্ষে আলোচনা হয়নি। জাতীয় গুরুত্বের বিষয় হওয়ায় কৃষক আন্দোলন নিয়ে সবাই আলোচনার পক্ষে আছেন। আলোচনার দাবি জানান ডিএমরেপ টি শিবা, আরজেডির মনোজ ঝা এবং সিপিআই বিনয় বিশ্বম। যদিও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, আগামিকাল বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তাতে রাজি হননি বিরোধী সাংসদরা। প্রশ্নোত্তর পর্বের সময় স্লোগান দিতে থাকেন বিরোধীরা। ওয়েলে নেমে যান। ওয়াকআউট করেন। সেই হই-হট্টগোলের মধ্যে দু’বার অধিবেশন মুলতুবি হয়ে যায়। পরে বেলা ১২ টা ৩০ মিনিটে রাজ্যসভার অধিবেশন শুরু হয়। কিন্তু আবার ওয়েলে নেমে আসেন বিরোধী সাংসদরা। তার জেরে আগামিকাল সকাল ন’টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। সাসপেন্ড করা হয় সুখেন্দু-সহ চার সাংসদকে!

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments