More
    Homeজাতীয়কৃষি বিলের স্বপক্ষে এবার আসরে নামলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    কৃষি বিলের স্বপক্ষে এবার আসরে নামলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    কৃষি বিলের স্বপক্ষে এবার আসরে নামলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করলেন, কৃষকদের সবরকম স্বার্থের কথা রেখে কৃষিক্ষেত্রে নয়া সংস্কার করা হয়েছে। একইসঙ্গে যে কোনও বিভ্রান্তি দূর করতে কেন্দ্র সর্বদা আলোচনার জন্য তৈরি বলে জানালেন রাজনাথ।

    সোমবার ফিকির বার্ষিক সাধারণ সভায় রাজনাথ দাবি করেন, ‘কৃষক ভাইদের কথা শোনার জন্য সর্বদা প্রস্তুত’ সরকার। কৃষিকে ‘সকল (ক্ষেত্রের) ভিত্তি’ হিসেবে উল্লেখ করে মন্ত্রিত্বের নিরিখে মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেন, ‘আমাদের কৃষিক্ষেত্রে কখনও কোনও অনগ্রসরমূলক পদক্ষেপ করার প্রশ্নই ওঠে না। ভারতীয় কৃষকদের সবরকম স্বার্থের কথা মাথায় রেখে নয়া সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    রাজনাথের সেই সওয়ালের দিন সকাল থেকেই দিল্লি ও হরিয়ানার সিংঘু সীমান্তে অনশনে বসেছেন বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। একইসঙ্গে দেশের সব জেলার সদর দফতরে বিক্ষোভ দেখানো হবে। ধরনাও চলবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। যে আন্দোলন ইতিমধ্যে ১৯ দিনে প্রবেশ করেছে। দিল্লির সীমান্ত-লাগোয়া একাধিক জায়গার বিক্ষোভে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। রাজনাথ দাবি করেন, কৃষকদের বক্তব্য শুনতে রাজি কেন্দ্র। তিনি বলেন, ‘কৃষক ভাইদের কথা শুনতে, তাঁদের বিভ্রান্তি দূর করতে আমরা সর্বদাই রাজি। তাঁদের যাবতীয় আশ্বাস দিতেও তৈরি আমরা। আলোচনার জন্য আমাদের সরকারের দরজা সর্বদা খোলা আছে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments