More
    Homeপশ্চিমবঙ্গকোনও বাস যদি ৫০ শতাংশের বেশি যাত্রী তুললেই মহামারী আইনে পদক্ষেপ করবে...

    কোনও বাস যদি ৫০ শতাংশের বেশি যাত্রী তুললেই মহামারী আইনে পদক্ষেপ করবে রাজ্য : ফিরহাদ

    পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর নিয়ম বেঁধে দিয়েছিল রাজ্য। কিন্তু সার্বিকভাবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রতি রুটে ৫০ শতাংশ বাস রাস্তায় নেমেছে। সকালে অফিসের ব্যস্ত টাইমে বাসগুলোতে বাদুড়ঝোলা ভিড় হচ্ছে। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল পরিবহণ দফতর।

    কোনও বাস যদি ৫০ শতাংশের বেশি যাত্রী তুললেই মহামারী আইনে পদক্ষেপ করবে রাজ্য

    Read More- জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ কোভিড টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দিল ভারত

    পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে কোনও বাস যদি ৫০ শতাংশের বেশি যাত্রী তোলে, তাহলে বাসের চালক, কন্ডাক্টর ছাড়াও বাস মালিকের বিরুদ্ধে মহামারী আইন প্রয়োগ করা হবে। একই সঙ্গে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নিয়েও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ মন্ত্রী।

    ফিরহাদ হাকিম বলেন, ‘‌এখন স্কুল-‌কলেজ বন্ধ। সেই তুলনায় দেখতে গেলে রাস্তায় পর্যাপ্ত বাস চলছে। বেশি মানুষের অপ্রয়োজনে বাইরে বেরোনোর দরকার নেই। আর বাসে ভিড় থাকলে তাতে যাত্রীদের ওঠার প্রয়োজন নেই।’‌ যদিও নিত্যযাত্রীদের বক্তব্য, রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস চলছে না। যদি তাঁরা নিশ্চিন্ত হন যে পরে বাস পাওয়া যাবে, তাহলে কোনও যাত্রী ভিড় বাসে উঠতে চান না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments