More
    Homeজাতীয়কোভিড-১৯ কেসের আচমকা বৃদ্ধি! আজ রাত থেকেই কার্ফুর রাস্তায় হাঁটল দিল্লির সরকার

    কোভিড-১৯ কেসের আচমকা বৃদ্ধি! আজ রাত থেকেই কার্ফুর রাস্তায় হাঁটল দিল্লির সরকার

    আজ রাত থেকেই কার্ফুর রাস্তায় হাঁটল দিল্লির সরকার। রাত ন’টা থেকে ভোর পাঁচটা অবধি এই কার্ফু চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। দিল্লি সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, কোভিড-১৯ কেসের আচমকা বৃদ্ধি এবং পজিটিভ হওয়ার হার বৃদ্ধির ফলে পরিষ্কার, রাতের কার্ফু খুবই দরকারি।
    এই কার্ফু চলাকালীন গুরুত্বপূর্ণ পরিষেবার যাতায়াতে ছাড় দেওয়া হবে। টিকা নিতে গেলেও পাওয়া যাবে ছাড়, তবে সবক্ষেত্রেই চাই ই-পাস। চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের ছাড় দেওয়া হবে, তবে সঙ্গে থাকতে হবে পরিচয় পত্র। চিকিত্‍সা প্রার্থী এবং অন্তঃসত্ত্বা মহিলারাও ছাড় পাবেন।
    যারা বিমানবন্দরে যাচ্ছেন বা সেখান থেকে আসছেন, তাদের টিকিট দেখাতে হবে। সংক্রমণের নতুন দফায় রাজধানীতে এখনও অবধি এটাই সবথেকে কঠোর পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পরিষেবা নয়, সাধারণ মানুষের চলাচলতিতে নিয়ন্ত্রণ আনতেই কার্ফুর ঘোষণা, জানিয়েছে দিল্লি সরকার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments