More
    Homeসিনে দুনিয়াক্যানসার আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর

    ক্যানসার আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর

    ক্যানসার আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর। ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি। মাসখানেক আগেই এই মারণ ব্যাধি শরীরে থাবা বসায় তাঁর। রোগের কথা জানতে পেরেই সময় নষ্ট না করে অস্ত্রোপচার করা হয় অভিনেতার। মুম্বইয়ের চারনি রোডে অবস্থিত এক বেসরকারী হাসপাতালে দিন দশেক আগে অপারেশন হয়েছে তাঁর।

    মুম্বইয়ের এক সংবাদমাধ্য়েমর রিপোর্ট অনুযায়ী, অস্ত্রোপচারও সফল হয়েছে। আপাতত সুস্থ আছেন তিনি। বাড়ি ফিরেছেন পরিচালক। চিকিৎসকের পরমর্শ মতো চলছেন।

    ১৯৯২ সালে মরাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন মহেশ মাঞ্জরেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের। শুধু অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলি হল নিদান, বাস্তব, বিরুদ্ধ, আই প্রমুখ।

    মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক মহেশ মাঞ্জরেকরের আগামী ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ইতিমধ্যে ছবি শ্যুটিং শেষ। অক্টোবরে কথা ছিল ছবি মুক্তির। কিন্তু জানা গিয়েছে অনির্দিষ্ট কালের জন্য তা পিছিয়ে গিয়েছে। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকা, সিনেমা হলে গিয়ে দর্শকদের ছবি দেখতে না-চাওয়াই এর প্রধান কারণ।

    এই ছবিতে বোন অর্পিতার আয়ুশ শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভাইজান। ছবিতে একজন শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সলমানকে। অন্য দিকে আয়ুষ শর্মাকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ মাঞ্জরেকর জানিয়েছিলেন, মার্চেই শেষে নাকি কথা ছিল ছবির পোস্টার রিলিজের। তারপর মে মাস নাগাদ সামনে আসত টিজার অথবা ট্রেলার। কিন্তু মহেশ-সহ ছবির প্রযোজকরা নিশ্চিত নন, অক্টোবরে আদৌ দেশের সমস্ত জায়গায় পেক্ষাগৃহ খুলবে কি না। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments