More
    Homeপশ্চিমবঙ্গকয়লাকাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে দিল্লি তলব ইডি-র

    কয়লাকাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে দিল্লি তলব ইডি-র

    কয়লাকাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র দফতরে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে সংস্থার। একাধিক ব্যক্তির বয়ানও নথিবদ্ধ করেছে ইডি। তদন্তে রাজ্যের আইনমন্ত্রীর নামও উঠে এসেছে। সেই কারণেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি।

    কয়লাকাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে দিল্লি তলব ইডি-র

    Read More-রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনে দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

    কয়লাকাণ্ডে আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। অভিষেক-রুজিরার পর এবার মলয় ঘটককেও ডেকে পাঠাল ইডি। তাঁকেও দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই গরু ও কয়লা পাচার নিয়ে তদন্তে গতি বাড়ায় কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকী ভিন-রাজ্যেও অভিযান চালানো হয়েছে।

    Read More-কলকাতায় জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান, প্রচুর মোবাইল, সিম, ল্যাপটপ-সহ গ্রেফতার ১৬

    গরু ও কয়লা পাচারে নাম জড়িয়েছে প্রভাবশালী বেশ কয়েকজনের। গ্রেফতারও হয়েছেন কয়েকজন। তাদের অনেকেই আবার জামিনে মুক্ত রয়েছেন। তবে এখনও পর্যন্ত কোটি-কোটি টাকার এই দুর্নীতিতে প্রভাবশালী কাউকেই গ্রেফতার করতে পারেনি ইডি বা সিবিআই। গ্রেফতার না হলেও তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। কয়লা কলেঙ্কারিতে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকে ডেকে পাঠিয়েছে ইডি।

    Read more-Bihar Police Constable Arrested: সোশ্যাল মিডিয়ায় মহিলা সহকর্মীর অর্ধনগ্ন ছবি আপলোড, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments