More
    Homeজাতীয়গঙ্গায় কাঠের বাক্সে ভেসে এল শিশুকন্যা, ভার নিলেন আদিত্যনাথ

    গঙ্গায় কাঠের বাক্সে ভেসে এল শিশুকন্যা, ভার নিলেন আদিত্যনাথ

    উত্তরপ্রদেশের গাজিপুরে গঙ্গায় নৌকোয় ভেসে আসা নবজাতক কন্যাসন্তানের যাবতীয় দায়দায়িত্ব নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন একথা। গত মঙ্গলবার সন্ধ্যায় দাদরিঘাটে গুল্লু চৌধুরি নামে স্থানীয় মাঝি সদ্য জন্মানো বাচ্চার কান্নার শব্দ শুনে খোঁজাখুঁজি করে দেখেন, গঙ্গার বুকে ভাসছে একটি বাক্স। তার মধ্যে কাপড়ে জড়ানো একটি শিশু। বাক্সের ভেতরে একটুকরো কাগজে লেখা, ‘মা গঙ্গার কন্যা’। দেবী দুর্গার ছবি, একটি ঠিকুজি কোষ্ঠী, ধূপকাঠিও ছিল। জীবিত কন্যাসন্তানকে নিজের বাড়িতে নিয়ে যান গুল্লু। পরে পুলিশ খবর পেয়ে বাচ্চাটিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করায়। তবে তিনি বাচ্চাটিকে বড় করতে চান বলে জানান গুল্লু। বাচ্চাটাকে কে বা কারা ভাসিয়ে দিয়েছে, কী তার পরিচয়, কিছুই জানা যায়নি।এ খবর শুনে আদিত্যনাথ ট্যুইট করেন, রাজ্য সরকার বাচ্চাটির ভার নেবে। যে মাঝি গাজিপুরে মা গঙ্গার ঢেউয়ে ভেসে আসা বাক্সের ভিতর থেকে সদ্যভূমিষ্ঠ কন্যাকে উদ্ধার করেছেন, তিনি মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত গড়েছেন। কৃতজ্ঞতাস্বরূপ ওই মাঝিকে পুরস্কৃত করা হবে, তিনি নতুন ঘর ও যাবতীয় সরকারি সুযোগসুবিধা পাবেন। সদ্যজন্মানো কন্যাসন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন করবে উত্তরপ্রদেশ সরকার। ২২ দিনের বাচ্চাটির নামও গঙ্গা রাখা হয়েছে। বাচ্চাটিকে দেখতে, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেন জেলাশাসক মঙ্গলা প্রসাদ সিং ও অন্য সরকারি কর্তারা। বাচ্চাটির জীবন বাঁচানো গুল্লুকে ধন্যবাদ দেন তিনি, সরকারি অফিসারদেরও বলেন গুল্লুর জন্য একটি নতুন নৌকোর ব্যবস্থা করে দিতে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments