More
    Homeপশ্চিমবঙ্গগ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দৌলতনগরে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

    গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দৌলতনগরে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

    গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল মালদা জেলার চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে। এই ব্লকের দৌলতনগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে দলেরই ১২ জন সদস্য অনাস্থা আনেন এক মাস আগে। মঙ্গলবার ওই ১২ জন সদস্যের স্বাক্ষর ভেরিফিকেসনের জন্য ব্লক অফিসে ডাকা হয়। সেই সময়েই ১১ জন সদস্যকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ও হেনস্তা করা হয়। এই ঘটনার ঘটানোর অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান নজিবুর রহমান ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফুল হক ও তাঁদের দলবলের বিরুদ্ধে। ঘটনার জেরে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা পায়খানা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেরে পুলিশ ওই এলাকায় গেলে তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ তৃণমূলকর্মীরা। এমনকি এই ঘটনায় পুলিশের সামনে চলে দুই পক্ষের বিরোধ। তার জেরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। পরে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments