More
    Homeকলকাতাগ্রেফতার কৈখালির রংয়ের কারখানার মালিক, তদন্তে ফরেনসিক টিম

    গ্রেফতার কৈখালির রংয়ের কারখানার মালিক, তদন্তে ফরেনসিক টিম

    বছরের প্রথম দিনে ভয়াবহ আগুন লাগে কৈখালির রায়াসনিক কারখানায় (Kaikhali Fire)। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার কারখানার মালিক পবন আগরওয়ালকে গ্রেপ্তার করল পুলিশ। আজই বারাকপুর আদালতে তোলা হবে তাঁকে। এদিকে আগুন লাগার কারণ জানতে আজই কারখানায় যাচ্ছে ফরেনসিক টিম।

    গ্রেফতার কৈখালির রংয়ের কারখানার মালিক, তদন্তে ফরেনসিক টিম

    Read more-নতুন বছরের গোড়া থেকেই মহার্ঘ্য হল ATM খরচ

    একেবার বিমানবন্দরের পাঁচিল লাগোয় এই রাসায়নিক কারখানা। বিমানবন্দরের এত কাছে কারখানাটি অথচ তাতে দাহ্য পদার্থ মজুত থাকত সেখানে। অভিযোগ, অবৈধভাবে মজুত করা হত সেই সময় রাসায়নিক। কারখানায় ছিল না উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এমনকী, নির্মাণের নিয়ম না মেনেই তৈরি হয়েছিল কারখানাটি। দমকলের তরফে এহেন অভিযোগ পেয়েই মালিক পবন আগরওয়ালকে গ্রেপ্তার করল পুলিশ। তোলা হবে আদালতে।

    দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের ১৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত্যু হয় নিরাপত্তারক্ষীর। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও অজানা। সেই কারণ খতিয়ে দেখতে রবিবারই কারখানায় যাচ্ছে ফরেনসিক দল।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments