More
    Homeজাতীয়গ্রেফতার মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা প্রশান্ত বসু ওরফে কিসানদা

    গ্রেফতার মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা প্রশান্ত বসু ওরফে কিসানদা

    ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে ‘কিষানদা’। গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী শীলা মারাণ্ডিও। শুক্রবার এমনই খবর মিলেছে পুলিশ সূত্রে। স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারি মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    গ্রেফতার মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা প্রশান্ত বসু ওরফে কিসানদা

    Read more-কোচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু ২ বাংলাদেশি ‘গরু পাচারকারীর’

    ষাটোর্ধ্ব প্রশান্তবাবু যাদবপুরের বাসিন্দা ছিলেন। পরে অবশ্য হায়দ্রাবাদে থাকতেন তিনি। অসাধারণ বাচনিক ক্ষমতার জেরে সহজেই যুবসমাজের মন জয় করে ফেলতেন প্রশান্ত বসু। যুবসমাজের মগজধোলাই করে ক্যাডারদের দলে নেওয়াই ছিল তাঁর কাজ। লালগড়েও একাধিকবার কিষাণজির সঙ্গে এসে বৈঠক করেছিলেন কিষানদা। সিপিআই (মাওবাদী)-এর পলিটব্যুরোর সদস্য ছিলেন তিনি।

    Read more-‘স্কুলে আসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যাদের ইচ্ছে হবে তারা আসবে’: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

    আদতে কলকাতার যাদবপুর এলাকার বাসিন্দা প্রশান্ত বসু দীর্ঘ দিন ঘরছাড়া। তিনি কিসানদা ছাড়াও নির্ভয়, কিসান, কাজল এবং মহেশ নামে পরিচিত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments