More
    Homeঅনান্যঘোষণা করা হল JEE-Main পরীক্ষার ফল, ২৪ জন পেলেন একশোতে একশো।

    ঘোষণা করা হল JEE-Main পরীক্ষার ফল, ২৪ জন পেলেন একশোতে একশো।

    Today Kolkata:- উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন পরীক্ষার্থীরা। অবশেষে সোমবার ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্স (মেন) (JEE Main 2022) পরীক্ষার ফলাফল। অন্তত ২৪ জন পরীক্ষার্থী একশোর মধ্যে একশো পেয়েছেন নজির গড়লেন। এদের মধ্যে পাঁচজন করে মোট দশজন পরীক্ষার্থী অন্ধ্র এবং তেলেঙ্গানার, চারজন পরীক্ষার্থী রাজস্থানের, এছাড়া হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার, অসম, পঞ্জাব, কেরল, কর্নাটক, ঝাড়খণ্ডের একজন করে মোট আটজন পরীক্ষার্থীর ফল তাক লাগানোর মতো। তবে পাঁচজন পরীক্ষার্থীর ফল অপ্রকাশিত। এ বিষয়ে  এনটিএ-য়ের (NTA) তরফে বলা হয়েছে, ‘সোমবার জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। এবারের পরীক্ষার কমপক্ষে ২৪ জন পরীক্ষার্থী একশোর মধ্যে একশো পেয়েছেন। এদের মধ্যে দুইজন মহিলা পরীক্ষার্থী। একজন অন্ধ্রের, নাম পাল্লী জালাজাক্ষী। দ্বিতীয়জন অসমের স্নেহা পারেখ। জানা গিয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের মেন -য়ের মোট পরীক্ষার্থীদের মধ্যে  ৬, ৪৮, ৫৫৫ জন  ছাত্র। ছাত্রীর সংখ্যা ২, ৫৭, ০৩১। পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ১০, ২৬, ৭৯৯। দুটি সেশনে মোট পরীক্ষার্থী ছিলেন ৯, ০৫, ৫৯০।

    ঘোষণা করা হল JEE-Main পরীক্ষার ফল, ২৪ জন পেলেন একশোতে একশো।

    MORE NEWS – পুজোর আগে ওজন কমাতে চান, শুরু করুন এই পাতা খাওয়া।

    Health care বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। পুজো পরীক্ষায় অনেকেই স্পেশাল রূপচর্চা শুরু করে দিয়েছেন। বিশেষ করে স্বাস্থ্য সচেতন লোকেরা তো বটেই। ওজন কমানোর জন্য এখন থেকেই চলছে নানা চেষ্টা। ওজন কমানোর জন্য ডায়েট করে বা জিমে গিয়েও কি লাভের লাভ কিছু পাননি? তাহলে একটি সহজ উপায় জেনে নিন। আয়ুর্বেদ শাস্ত্র মতে, কারিপাতা ওজন কমানোর জন্য খুবই কার্যকরী। সাধারণত দক্ষিণ ভারতের বিভিন্ন রান্নায় কারিপাতা দিয়ে রান্না করার প্রচলন রয়েছে। CONTINUE READING

    MORE NEWS – আজ এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরে বৈঠক শিক্ষামন্ত্রীর।

    SSC Recruitment চাকরিপ্রার্থীদের তরফে আলোচনার আবেদন পেলে রাজ্য সরকার এ বিষয়ে এগোবে বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ সোমবার এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ব্রাত্য বসু। শনিবারই বিকাশ ভবনে শিক্ষা দফতর থেকে ফোন করে এই বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবে চাকরিপ্রার্থীদের আটজনের প্রতিনিধি দল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments