More
    Homeকলকাতাচাকরি দেওয়ার নামে প্রতারণা! খাস কলকাতায় গ্রেফতার ভুয়ো রেলের ইঞ্জিনিয়ার

    চাকরি দেওয়ার নামে প্রতারণা! খাস কলকাতায় গ্রেফতার ভুয়ো রেলের ইঞ্জিনিয়ার

    ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, ভুয়ো ডাব্লউবিসিএস অফিসারের পরে এবার খাস কলকাতায় ধরা পড়লো ভুয়ো রেল ইঞ্জিনিয়ার। মজার কথা এই ভুয়ো ব্যক্তিটি একসময় সত্যিই রেলে চাকরি করতেন। কিন্তু ইঞ্জিনিয়ার তিনি ছিলেন না। রেলেরই টাকা আত্মসাত্‍ করতে গিয়ে বাবুমশাই ধরা পড়ে যান আর তার জেরেই তার চাকরি চলে যায়। এরপরেই নিজেকে রেলের ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়ে প্রভাব খাটাতে শুরু করে দেয় এই প্রতারক। সেই সঙ্গে চলে রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা তোলার হিড়িক। সেই টাকা তুলতে গিয়েই এবার ধরা পড়লো সেই প্রতারক। গ্রেফতার হওয়া এই প্রতারকের নাম দীপক সিং।

    চাকরি দেওয়ার নামে প্রতারণা, খাস কলকাতায় গ্রেফতার ভুয়ো রেলের ইঞ্জিনিয়ার

    Read More-শোকের ছায়া সংগীত জগতে, প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

    সম্প্রতি দক্ষিন ২৪ পরগনা জেলার কুলপির এক যুবক কলকাতার হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন যে, দীপক তাঁকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নিয়েছিল। কিন্তু চাকরির নিয়োগপত্র হাতে পাননি তিনি। পরে দীপক তাঁর সঙ্গে আর যোগাযোগও রাখেনি। এরপরই যুবক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তার জেরেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

    Read More-রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্তে ৪টি বিশেষ দল গঠন CBI-এর, দায়িত্বে ২৪ আধিকারিক

    বৃহস্পতিবার ডালহৌসি থেকে গ্রেফতার করা হয় দীপক সিংকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীপক নিজেকে রেলের এক জন ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিত। আগে রেলের চাকরি করলেও পরে তার চাকরি চলে গিয়েছিল রেলেরই টাকা চুরি করার দায়ে। এখন পুলিশ এটাই খতিয়ে দেখছে দীপক আরও কতজনের সঙ্গে এই ধরনের প্রতারণা কাণ্ড ঘটিয়েছে আর কত টাকাই বা আত্মসাত্‍ করেছে। তাঁরা এটাও খতিয়ে দেখছেন এই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কিনা।

    Read More-ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত, উত্তরবঙ্গে জারি সর্তকতা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments