More
    Homeকলকাতাচিটফান্ড তদন্তে ফের পদক্ষেপ সিবিআই-এর, বদল করা হলো পুলিশ সুপারকে

    চিটফান্ড তদন্তে ফের পদক্ষেপ সিবিআই-এর, বদল করা হলো পুলিশ সুপারকে

    আবার বদল করা হলো চিটফান্ডের তদন্তে থাকা পুলিশ সুপারকে। চিটফান্ড তদন্তে ফের পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। আজ, বুধবার বদলি করে দেওয়া হল চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত সিবিআইয়ের এসপি শান্তনু করকে। কলকাতা থেকে বেঙ্গালুরু বদলি করা হল তাঁকে। এই নিয়ে সিবিআই দফতরের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

    কিন্তু কেন তাঁকে বদলি করা হলো?‌ সূত্রের খবর, বহু চিটফান্ড তদন্তে তিনি গতি দিতে পারছিলেন না। তাঁর উপর চাপ তৈরি হচ্ছিল। দ্রুত চিটফান্ডে জড়িতদের গ্রেফতারের ব্যবস্থা করতে নির্দেশ ছিল। কিন্তু জাল গোটাতে দেরি হচ্ছিল। তাই তাঁকে সরিয়ে দেওয়া হলো। কলকাতার সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন শান্তনু কর। একাধিক চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে এবার তাঁকে বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে। হঠাৎ এই বদলি নিয়ে সিজিও কমপ্লেক্সে চর্চা চলছে।

    আর তাঁর জায়গায় এক নতুন আইপিএস অফিসারকে আনা হচ্ছে। নয়াদিল্লি থেকে ওই অফিসারকে কলকাতায় পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রয়াগ, আইকোর, এমপিএস–এর মতো চিটফান্ড মামলাগুলির তদন্ত দ্রুত শেষ করতে চাইছে সিবিআই। তাই এই রদবদল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments