More
    Homeজাতীয়ছত্তীসগড়ে খাবারে ভয়ানক বিষক্রিয়া! অসুস্থ শতাধিক, হাসপাতালে ৫১ জন শিশু

    ছত্তীসগড়ে খাবারে ভয়ানক বিষক্রিয়া! অসুস্থ শতাধিক, হাসপাতালে ৫১ জন শিশু

    হাসপাতালে রক্তবমি, পেট খারাপ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সকলেরই উপসর্গ প্রায় এক। পরীক্ষা করে দেখা গেছে খাবারে বিষক্রিয়া (Food Poisoning) থেকে অসুস্থ হয়ে পড়ছেন সকলে। ছত্তীসগড়ের আনসুলা গ্রামে এই ঘটনায় হইচই পড়ে গেছে। সূত্র মারফত্‍ জানা যাচ্ছে, ৫১ জন শিশুর শারীরিক অবস্থা সঙ্কটজনক। কোন খাবার থেকে এমন ভয়ানক বিষক্রিয়া হল তা এখনও জানা যায়নি।

    ছত্তীসগড়ে খাবারে ভয়ানক বিষক্রিয়া! অসুস্থ শতাধিক, হাসপাতালে ৫১ জন শিশু

    Read More-Navratri 2021: নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    জেলাশাসক ডোমান সিং জানিয়েছেন, কমিউনিটি হেলথ সেন্টারে শতাধিক রোগী ভর্তি। শিশুদের অবস্থা গুরুতর। প্রত্যেকেরই বমি, পেট খারাপ, জ্বর ও অন্যান্য উপসর্গ রয়েছে। তবে চিকিত্‍সকরা আপ্রাণ চেষ্টা করছেন রোগীদের সারিয়ে তোলার। মঙ্গলবার থেকেই একের পর এক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। আটা থেকে বিষক্রিয়া ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। রোগীদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। হাসপাতালে ভর্তি এক রোগী জানিয়েছেন, তাঁদের গোটা পরিবার রাতে খাবার পরেই অসুস্থ হয়ে পড়ে। ভয়ানক পেটে যন্ত্রণা শুরু হয়। বমি হতে শুরু করে সকলের। সেই সঙ্গে মাথা যন্ত্রণা, হাত-পায়ে ব্যথা। প্রথমে মনে হয়েছিল সারাদিন না খেয়ে থাকার ফলে হয়তো এমনটা হচ্ছে। কিন্তু কিছু পরেই দেখা যায় শরীরে অস্বস্তি বাড়ছে। বমি বন্ধ হচ্ছে না। বাড়ির সকলেরই একই অবস্থা। এরপরে আশপাশের বাড়ি থেকেও একই খবর আসতে শুরু করে। গোটা কলোনির বাসিন্দারাই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা বলছেন, রোগীদের খাদ্যনালীতে সংক্রমণ দেখা গিয়েছে। গুরুতর অবস্থা অনেকের। কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments