More
    Homeজাতীয়'ছাড়া পেলে মানুষের জন্য কাজ করব!' এনসিবিকে প্রতিশ্রুতি আরিয়ানের

    ‘ছাড়া পেলে মানুষের জন্য কাজ করব!’ এনসিবিকে প্রতিশ্রুতি আরিয়ানের

    ছাড়া পেলে নেশা করা ছেড়ে দেবো। মানুষের জন্য কাজ করব। এনসিবি কর্তাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন জেলবন্দি আরিয়ান খান। প্রমোদতরী থেকে মাদক বাজেয়াপ্ত-কাণ্ডে (Mumbai Drug Case) জেলবন্দি আরিয়ান-সহ আট। প্রত্যেকের কাউন্সেলিংয়ের দায়িত্বে একটি সমাজসেবী সংগঠন এবং এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ে। তাঁদের কাছেই আরিয়ানের দাবি, ‘জেল থেকে ছাড়া পেলে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখব। নেশা করা ছেড়ে দেবো। গরিব মানুষের চাহিদা পূরণে এবং তাঁদের আর্থিক সাহায্যে কাজ করব।’

    ‘ছাড়া পেলে মানুষের জন্য কাজ করব!’ এনসিবিকে প্রতিশ্রুতি আরিয়ানের

    Read More-মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস মাতাচ্ছে ‘গোলন্দাজ’, আয় ২ কোটিরও বেশি!

    এনসিবি-কে আরিয়ান বলেছেন, ‘ছাড়া পেয়ে এমন কিছু করবেন, যাতে আপনারা গর্ববোধ করবেন।’ এদিকে, জানা গিয়েছে আগামি ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হবে আরিয়ানদের। সেদিনেই তাঁর জামিনের পরবর্তী শুনানি।

    Read More-অবশেষে দিনক্ষণ স্থির হয়ে গেল, সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল

    অপরদিকে,মুম্বইয়ের প্রমোদতরী মাদক কাণ্ডে চাঞ্চল্যকর দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ আদালতে শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিনের মামলার শুনানিতে এনসিবি জানায়, আরিয়ান প্রথমবার মাদক নেননি। তিনি রীতিমতো মাদকাসক্ত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments