More
    Homeজাতীয়জয়পুরে ওয়াচ টাওয়ারে সেলফি তোলার সময় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

    জয়পুরে ওয়াচ টাওয়ারে সেলফি তোলার সময় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

    আকাশ কাঁপিয়ে একের পর এক বাজ পড়ছে। তার মধ্যেই চলছিল সেলফি তোলা। এই করতে গিয়েই রাজস্থানের রাজধানী জযপুরের আমেঢ় প্যালেসে মৃত্যু হল ১১ জনের। জখম আরও অনেকে। রাজস্থানের আরও অন্যান্য জেলা মিলিয়ে রবিবার বাজ পড়ার ঘটনায় মোট ২০জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। রবিবার সন্ধে নাগাদ জনা পঞ্চাশ ভিড় করেছিলেন দ্বাদশ শতাব্দীতে তৈরি প্রাচীন এই প্যালেসে। ওয়াচ টাওয়ারেই ছিলেন প্রায় তিরিশ জন। হঠাত্‍ই শুরু হয় তুমুল বাজ পড়া। প্রথমে অনেকেই গা করেননি। কিন্তু মুহুর্মুহু বাজ পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। এর মধ্যেই লুটিয়ে পড়তে থাকেন ওয়াচ টাওয়ারে থাকা বেশ কয়েকজন। আতঙ্কিত হয়ে বাকিরা ঝাঁপ দিতে শুরু করেন। উঁচু থেকে পড়ে প্যালেসের দেওয়ালে ধাক্কা খেয়ে অনেকে জখম হন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। জযপুর ছাড়া বারান এবং ঝালাওয়ারে মৃত্যু হয়েছে দুজনের, কোটায় মৃতের সংখ্যা চার এবং ধলপুরে তিন জন। আমেঢ় প্যালেসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments