More
    Homeকলকাতাজরুরি পরিষেবা ও অনলাইন ডেলিভারির জন্য লাগবে E-Pass, কীভাবে আবেদন করবেন, দেখে...

    জরুরি পরিষেবা ও অনলাইন ডেলিভারির জন্য লাগবে E-Pass, কীভাবে আবেদন করবেন, দেখে নিন –

    কলকাতার মধ্যেই জরুরি পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত? তাহলে লাগবে ই-পাস। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, অনলাইনে সেই ই-পাস আবেদন করতে হবে। রাস্তায় সেই ই-পাস দেখালে মিলবে ছাড়।

    কীভাবে ই-পাসের আবেদন করবেন, দেখে নিন –

    ১) coronapass.kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।

    ২) নয়া একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে ‘I Agree’ চেকবক্সে টিক মারুন।

    ৩) নয়া একটি পেজ খুলবে। তাতে ‘Individual’ বা ‘Organization’ চেকবক্স টিক দিন।

    ৪) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন – সেই সংক্রান্ত তথ্য দিন। ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

    ৫) তারপর Submit করুন।

    ৬) ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোড পাবেন।

    ৭) পাস ডাউনলোড করে নিন।

    ৮) চেকিং পয়েন্ট বা পিকেটে সেই পাস দেখান।

    ৯) শুধুমাত্র যে এলাকা দিয়ে যাবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, সেই সময়টুকু ছাড় পাবেন।

    শনিবার কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, ‘জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য আজ (শনিবার) কলকাতা পুলিশ ই-পাস চালু করেছে। নিজের তথ্য দিয়ে দয়া করে এই ফর্মটি ফিলআপ করুন। আপনার ই-মেল আইডিতে একটি ই-পাস পাঠানো হবে। যাতায়াতের সময় সেই ই-পাস গাড়িতে আটকে দিতে পারেন।’

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments