More
    Homeজাতীয়ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় প্যারা ভারত্তোলক পরমজিত্‍ কুমার

    ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় প্যারা ভারত্তোলক পরমজিত্‍ কুমার

    রবিবার জর্জিয়াতে আয়োজিত ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় প্যারা ভারত্তোলক পরমজিত্‍ কুমার। পুরুষদের ৪৯ কেজি বিভাগে অংশ নেওয়া পরমজিত্‍ ১৫৮ কেজি ওজন তুলে পোডিয়ামে জায়গা করে নেন।

    ৪৯ কেজি বিভাগে ১৭৪ কেজি ওজন তুলে সোনা জিতেছেন ইজিপ্টের প্রতিযোগী ওমর শামি কোয়ার্দা।

    ভিয়েতনামের ভ্যান কং লি ১৭০ কেজি ওজন তুলে রুপো জেতেন। ভারতীয় ভারোত্তলক পরমজিত্‍ ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত এশিয়ান প্যারা গেমসেও ব্রোঞ্জ জিতেছিলেন। লুধিয়ানা থেকে ২২ কিমি দূরে অবস্থিত হরিপুর খালসা গ্রাম থেকে উঠে এসেছেন এই ভারোত্তলক।

    ২০১৩ সালে প্রথমবার ভারোত্তলন প্রতিযোগিতায় অংশ নিয়েই পদক জিতেছিলেন পরমজিত্‍। তিনি ২০১৫ ও ২০১৬ সালের জাতীয় প্যারা গেমসেও সোনা জেতেন। জর্জিয়াতে নভেম্বরের ২৭ তারিখ থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে দশ সদস্যের ভারতীয় দল। অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারজয়ী বিজয় মুনিশওয়ার এই দল নির্বাচন করেছেন।

    ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলে রয়েছেন –

    মহিলা: মনরীত সিং (৪১ কেজি), সাকিনা খাতুন (৪৫ কেজি), রাজ কুমারী (৫৫ কেজি), গীতা (৬৭ কেজি), ভাবনা শর্মা (৮৬ কেজি)

    পুরুষ: পরমজিত্‍ কুমার (৪৯ কেজি), অশোক (৬৫ কেজি), জয়দীপ (৭৩ কেজি), সুধীর (৮৮ কেজি), সচিন চৌধুরী (১০৭ কেজি)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments