More
    Homeজাতীয়জানুয়ারি থেকে বাড়তে চলছে জুতো-‌জামাকাপড়ের দাম!‌ ঘোষণা সিবিআইসির

    জানুয়ারি থেকে বাড়তে চলছে জুতো-‌জামাকাপড়ের দাম!‌ ঘোষণা সিবিআইসির

    এবার বাড়তে চলেছে জামাকাপড় ও জুতোর দাম। ২০২২-‌এর জানুয়ারি থেকে এই সকল দ্রব্যের ওপরে জিএসটি বাড়াতে চলেছে কেন্দ্র। ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে পণ্য ও পরিষেবা কর। গত ১৮ নভেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এই ঘোষণা করে।

     

    সুতিবস্ত্রের কর আগামী জানুয়ারি থেকে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে। এদিকে আগে ১০০০ টাকা মূল্য পর্যন্ত দ্রব্যগুলির ক্ষেত্রে ৫ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে যে কোনও মূল্যের বস্ত্রের ওপরেই ১২ শতাংশ কর ধার্য করা হবে। এদিকে সিন্থেটিক সুতো, কম্বল, তাঁবু, টেবিলক্লথ ইত্যাদি দ্রব্যের ওপরও ৫ শতাংশ থেকে বাড়িয়ে জিএসটি করা হল ১২ শতাংশ। পাশাপাশি জানুয়ারি থেকে যে কোনও মূল্যের জুতোর ওপরে ১২ শতাংশ কর বসানো হবে।

    কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স ‌অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (‌CMAI)-‌র তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে সুতো, প্যাকিং সামগ্রী এবং মালবাহী পণ্যের দাম বৃদ্ধির কারণে বস্ত্রশিল্প ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির মুখোমুখি। আর এরই মধ্যে কর বৃদ্ধির ফলে এই সব দ্রব্যের দাম আরও বাড়তে চলেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments