More
    HomeUncategorized'জিটিএ’‌র কোনও অডিট হয়নি, সিএজি–কে দিয়ে অডিট করানো উচিত', দাবি রাজ্যপালের

    ‘জিটিএ’‌র কোনও অডিট হয়নি, সিএজি–কে দিয়ে অডিট করানো উচিত’, দাবি রাজ্যপালের

    ২০১৭ সাল থেকে জিটিএ’‌র কোনও অডিট হয়নি। এমনকী নির্বাচন পর্যন্ত হয়নি। যা অসাংবিধানিক। পাহাড় থেকে কলকাতায় ফেরার পথে এই অভিযোগই তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করে আবার রাজ্য–রাজনীতিতে শোরগোল পাকালেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (জিটিএ) অডিট হয়নি। ক্যাগ–কে দিয়ে অডিট করালেই স্বচ্ছতা বজায় থাকবে। জিটিএ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। বছরের পর বছর ধরে পাহাড়বাসীর কোনও উন্নয়ন করেনি জিটিএ।

    এদিন আয়–ব্যয়ের হিসাবে হয়নি বলে আমাকে অনেকে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘‌জিটিএ ঠিক মতো দায়িত্ব পালন করতে পারছে না। পাহাড়ে এই কয়েক বছরে কোনও উন্নয়ন হয়নি। জিটিএ তৈরি হয়েছিল পাহাড়বাসীর উন্নয়নের জন্য, তা সফল হয়নি। না নির্বাচন, না অডিট—কিছুই হয়নি জিটিএতে। তাই সিএজি–কে দিয়ে অডিট করানো উচিত।’‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments