More
    Homeকলকাতাটানা বৃষ্টির জের, জলের তলায় কলকাতার একাধিক জায়গা, দুর্ভোগ বাড়ছে শহরবাসীর

    টানা বৃষ্টির জের, জলের তলায় কলকাতার একাধিক জায়গা, দুর্ভোগ বাড়ছে শহরবাসীর

    ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। বুধবারের পর বৃহস্পতিবার রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। গতকাল রাতভর বৃষ্টির জেরে উত্তর কলকাতার অবস্থা খুবই খারাপ। দমদম আন্ডারপাস, উল্টোডাঙা, পাতিপুকুর আন্ডারপাসে প্রচুর জল জমে রয়েছে। কোমর সমান জলে প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে।

    টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। জল জমে রয়েছে সায়েন্স সিটি-পার্ক সার্কাস কানেক্টরে। জলমগ্ন পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, এক্সাইড মোড়-সহ একাধিক এলাকা। জল জমার কারণে ধীর গতিতে চলছে যানবাহন। পার্ক স্ট্রিটে ভোগান্তির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অল্প বৃষ্টি হলেও জল জমার একই চিত্র প্রতিবার। এখানে প্রায় বন্ধ যান চলাচল।কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল যন্ত্রণার ছবি। হলদিয়া-সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় জল জমার কারণে সমস্যা পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, বৃষ্টির জেরে বিপত্তি উত্তরবঙ্গে। বাংলা-সিকিম সীমান্তের কাছে একাধিক জায়গায় ধস নেমেছে বৃহস্পতিবার রাতের পর থেকে। ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ অবরুদ্ধ ধসের জেরে। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তাও ধসের কবলে। সেখানে বন্ধ রয়েছে যান চলাচল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments