More
    Homeকলকাতাটেনেসিতে ভেঙে পড়ল জেট প্লেন! মৃত ৭, চলছে উদ্ধারকাজ

    টেনেসিতে ভেঙে পড়ল জেট প্লেন! মৃত ৭, চলছে উদ্ধারকাজ

    সাত জন যাত্রীকে নিয়ে টেনেসিতে (Tennessee) ভেঙে পড়ল জেট প্লেন (Jet Plane)। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টা নাগাদ। টেনেসির ন্যাশভিলের নিকটবর্তী পার্সি প্রিস্ট লেকে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার কিছুক্ষনের মধ্যে উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় বিমানে থাকা ৭ জনই মারা গিয়েছে।

    মারাত্মক এই বিমান দুর্ঘটনায় বিমান চালক সমেত ৭ জন মারা গিয়েছে। সাত জনের মধ্যে ডায়েট গুরু গোয়েন শাম্বিন লারা এবং তার স্বামী জো লারা মারা গিয়েছেন।এছাড়াও বিমানে ব্র্যান্ডউডের রিম্যান্ট ফেলোশিপের অন্যান্য সদস্যরা ছিলেন। সকলকেই মৃত বলে ঘোষণা করেছে প্রশাসনিক আধিকারিকরা।

    ফেডারাল এভিয়েশনের আধিকারিকরা (Federal Aviation Administration) এক বিবৃতিতে জনিয়েছে , সিসনা সি 501 সকাল ১১ টার দিকে কাছের বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে তবে স্মারনা কাছে পার্সি প্রিস্ট লেকের আচমকা ভেঙে পড়ে যায়। তবে কেন হঠাত্‍ এমন দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

    রাদারফোর্ড কাউন্টির উদ্ধারকর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে যান এবং তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে। তবে রাদারফোর্ড কাউন্টি ফায়ার রেসকিউ অপারেশনের ক্যাপ্টেন জোশুয়া স্যান্ডার্স এক সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে, এই ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তিনি বলেন, আমরা সবরকম প্রেচেষ্টা চালাচ্ছি। কেউ বেঁচে আছে কিনা দেখার চেষ্টা করছি। তবে মনে হয়না কেউ জীবিত আছে। তিনি আরও বলেন, নিহত ব্যাক্তিদের পরিবারকে না জানানো পর্যন্ত কারোর নাম এখনও প্রকাশ্যে আনা হবে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments