More
    Homeজাতীয়টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু

    টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু

    টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার। মীরাবাই চানুর রুপো জয়ের পর এবার ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)। বক্সার লভলিনা বরগোঁহাইও ইতিমধ্যে একটি পদক নিশ্চিত করে ফেলেছেন। তবে রবিবার সবার নজর ছিল পিভি সিন্ধুর দিকেই। সোনা অধরা থাকলেও ব্রোঞ্জ জিতে মান রাখলেন হায়দরাবাদি শাটলারও। ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজিরও গড়ে ফেললেন তিনি। তবে টোকিওতেই শেষ নয়। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকেও খেলবেন তিনি। জানিয়ে দিলেন প্রত্যয়ী সিন্ধু।

    ব্রোঞ্জ জয়ের পর সিন্ধুকে বলতে শোনা যায়, ‘ব্রোঞ্জ জয়ে আমি খুশি। বহু বছরের কঠোর পরিশ্রমের ফল পেলাম। আমার মধ্যে এখনও প্রচুর আবেগ রয়েছে। আমি বুঝতে পারছি না যে, ব্রোঞ্জ জিতে খুশি হওয়া উচিত নাকি ফাইনাল খেলতে না পারায় আক্ষেপ করব। তবে এটুকুই বলব ব্রোঞ্জ পদক ম্যাচে আমি নিজের সেরাটাই দিয়েছিলাম। আমি সত্যিই খুশি। দেশের হয়ে পদক জিততে পারা অত্যন্ত গর্বের।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments