More
    Homeখবরডেবরা ব্লকে 1নং ভবানীপুর অঞ্চলে বাঁকাকুল গ্রামে বাসন্তী পুজো উপলক্ষে বাংলা,...

    ডেবরা ব্লকে 1নং ভবানীপুর অঞ্চলে বাঁকাকুল গ্রামে বাসন্তী পুজো উপলক্ষে বাংলা, বিহার, ওড়িষা এই তিনটি রাজ্য অংশ গ্রহণ করে।

    Today Kolkata:- ডেবরা ব্লকে 1নং ভবানীপুর অঞ্চলে বাঁকাকুল গ্রামে বাসন্তী পুজো উপলক্ষে তিন রাজ্য সম্মিলিত প্রচেষ্টায় যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই যোগা প্রতিযোগিতাটি দুটো বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এই প্রতিযোগিতায় 600 প্রতিযোগি অংশ গ্রহণ করেন, এই প্রতিযোগিতায় বাংলা, বিহার, ওড়িষা এই তিন টি রাজ্য অংশ গ্রহণ করে। এই যোগ টা হারিয়ে যাচ্ছে তাই যোগের আহায়ক সঞ্জয় ঘোড়াই বলেন যদি আমরা এই যোগা টা করে যেতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো। এই যোগ গ্রামবাংলায় ছড়িয়ে যাক, এটা শুধু প্রতিযোগিতা নয় এটা যাতে সকলে জানতে পারে তাঁর জন্য এই প্রতিযোগিতা,এই প্রতিযোগিতায় দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি ছন্দের মাধ্যমে যোগ আসন আর একটি যোগ আসনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা। এই পূজা কমিটির সম্পাদক পুলকেশ কুইতি বলেন বিগত বছরের মতো পুজোর পাশাপাশি সামাজিক কাজ করে থাকি তাই এই বছর সমাজ কে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস।

    ডেবরা ব্লকে 1নং ভবানীপুর অঞ্চলে বাঁকাকুল গ্রামে বাসন্তী পুজো উপলক্ষে বাংলা, বিহার, ওড়িষা এই তিনটি রাজ্য অংশ গ্রহণ করে।

    MORE NEWS – পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মালদা জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।

    মালদা, ১০ এপ্রিল:- পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মালদা জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় এই মেলার। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মালদা শহরের হিন্দি স্কুল ময়দানে আয়োজন করা হয় মেলার। করোনা আবহে প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল বিভিন্ন মেলা। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়। ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। বিকেল ৪ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে মেলায় অংশ নেন। CONTINUE READING

    অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনার 50 দিনের মাথায় তদন্তে সিআইডি।

    আবার উদ্ধার হলো মৃত ডলফিন।

    উস্থিতে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments