More
    Homeজাতীয়তাজমহলের আদলে বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের যুবকের

    তাজমহলের আদলে বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের যুবকের

    তাজমহলের আদলে বাড়ি (Tajmahal like home ) বানিয়ে স্ত্রীকে উপহার দিলেন মধ্যপ্রদেশের (MadhyaPradesh) বুরহানপুরের (Burhanpur) বাসিন্দা আনন্দপ্রকাশ চোকসি৷ পেশায় শিক্ষাবিদ আনন্দপ্রকাশ চারটি শোওয়ার ঘর বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছেন৷ উপহার দিয়েছেন তাঁর স্ত্রী মঞ্জুষাকে৷ বাড়ি তৈরি শুরুর আগে স্বামী-স্ত্রী দু’জনে আগ্রা গিয়েছিলেন৷ তাজমহলকে চাক্ষুষ দেখার জন্য৷ বিশ্বের অন্যতম সেরা এই বিস্ময়ের স্থাপত্যরীতি খুঁটিয়ে দেখেন চোকসি দম্পতি৷ ইঞ্জিনিয়াররাও ছিলেন তাঁদের সঙ্গে৷ তাজমহলের গঠনশৈলী বুঝতে পারার জন্য তাঁদেরও অনুরোধ করেন আনন্দ ও মঞ্জুষা৷

    প্রথমে আনন্দপ্রকাশ ভেবেছিলেন ৮০ ফুট লম্বা বাড়ি তৈরি করবেন৷ কিন্তু অত উঁচু বাড়ির অনুমতি পাওয়া যায়নি৷ এর পরই তাজ মহলের রেপ্লিকার ইচ্ছে জন্ম নেয়৷ ইঞ্জিনিয়াররা থ্রিডি ইমেজ তৈরি করেন তাজ মহলের৷ তার পর তিন বছর ধরে বাড়িটির নির্মাণপর্ব চলে৷

    আনন্দপ্রকাশের ধারণা, তাঁর এই তাজমহল-বাড়ি পর্যটকদের আগ্রহের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে৷ নির্মাণকারী ইঞ্জিনিয়ার প্রবীণ চোকসি জানিয়েছেন, ‘‘মিনার-সহ বাড়িটি বিস্তৃত ৯০ বর্গমিটার জমি জুড়ে৷ মূল কাঠামোটি তৈরি করা হয়েছে ৬০ বর্গমিটার জায়গার উপর৷ স্থাপত্যের অন্যতম আকর্ষণ গম্বুজটি ২৯ ফুট উঁচু৷ বাড়ির প্রতি তলায় আছে দু’টি করে শোওয়ার ঘর৷ এ ছাড়াও বাড়িতে আছে রান্নাঘর, লাইব্রেরি এবং মেডিটেশন রুম৷’’

    বাড়ি তৈরিতে যাতে কোনও খামতি বা ত্রুটি না থাকে তার জন্য ইঞ্জিনিয়ার প্রবীণ আগ্রা ছাড়াও গিয়েছিলেন ঔরঙ্গাবাদে৷ দেখেছিলেন ‘বিবি কা মকবারা’৷ ১৬৬০ খ্রিস্টাব্দে এই স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন তাঁর স্ত্রী দিলরস বানু বেগমের স্মৃতিতে৷ এই স্থাপত্যেই শায়িত দিলরসের সমাধি৷ তাজমহলের সঙ্গে বিবি কা মকবরার সাদৃশ্য লক্ষণীয়৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments