More
    Homeপশ্চিমবঙ্গতৃণমূলের বিজয় মিছিল ঘিরে তুমুল উত্তেজনা মালদহে, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

    তৃণমূলের বিজয় মিছিল ঘিরে তুমুল উত্তেজনা মালদহে, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

    মালদার জাতীয় সড়কে তৃণমূলের (TMC) বিজয় মিছিল ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। জাতীয় সড়ক অবরোধ করে শাসকদলের একপক্ষ বিজয় মিছিল করছিল। সেই সময় দলেরই অন্য গোষ্ঠীর সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর ছোড়া হয়। একজন পুলিশকর্মী আহত হন। এই ঘটনাকে ঘিরেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় দলের কর্মীদের। মালদায় এর আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে। সূত্রের খবর, শুক্রবার কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের দিন ছিল।

    শাসক দলের একপক্ষের পঞ্চায়েত প্রধানকে অপসারিত করে অন্যপক্ষের একজনকে প্রধান নির্বাচিত করা হয়। এরপরেই তৃণমূলের সেই গোষ্ঠীর লোকজন জাতীয় সড়ক আটকে বিজয় মিছিল বের করে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে সেই মিছিল এগোচ্ছিল। অন্য গোষ্ঠীর লোকজন সেই মিছিলে হামলা চালায়। দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে ইট, পাথর ছুড়তে শুরু করে দলের কর্মী, সমর্থকরা। পুলিশ জাতীয় সড়ক ফাঁকা করে দিতে বললে অশান্তি শুরু হয়ে যায়। ঘটনায় পুলিশের একজন এসআই জখম হন। এরপরেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ নাকি শূন্যে দু’রাউন্ড গুলি ছুড়েছে। পুলিশের বক্তব্য, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের সময়েই গুলি চলেছিল। পুলিশ শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়ার দাবি, বিজয় মিছিলে উত্তেজনা তৈরি হয়েছিল, গোলমাল বেঁধেছিল, কিন্তু পুলিশ গুলি চালায়নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments