More
    Homeরাজনৈতিকতৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার, আহত দু'পক্ষের কর্মীরা

    তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার, আহত দু’পক্ষের কর্মীরা

    কোচবিহার ১ নং ব্লকের পানিশালা গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে তৃনমূল বিজেপি সংঘর্ষ। আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমাও। ঘটনায় জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভানেত্রী মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা । বিজেপির অভিযোগ গতকাল রাতে বিজেপির কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হয় এর পরই সকাল হতেই এলাকায় ভিড় করে বিজেপি কর্মীরা এলাকায় জমায়েত হতে শুরু করে । এরপরই কোচবিহার জেলার তৃণমূল মহিলা সভা নেত্রী শুচিস্মিতা দেবশর্মা এলাকায় যান সাথে যান তৃণুমূল কর্মীরাও । জমায়েত হতে শুরু করলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে এবং সেখানে দু পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

    তৃণমূল মহিলা সভানেত্রী সুস্মিতা দেব শর্মা বলেন হঠাত্‍ই তৃণমূলের এক কর্মীকে বিজেপির দুষ্কৃতীরা মিলে মারধর করতে থাকে তাকে বাঁচাতে গেলে আমার মাথায় আঘাত করেন । ঘটনাস্থলে যান কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী। দু’পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর । এরপরই তৃণমূল কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । মিহির গোস্বামী‌ অভিযোগ তোলেন ভোটের ফলাফল প্রকাশের পর থেকে এলাকায় তৃণমূলের কর্মীরা ভাঙচুর হামলা চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments