More
    Homeজাতীয়ত্রিপুরায় গৃহবন্দি IPAC কর্মীরা, আগরতলা পৌঁছল তৃণমূলের প্রতিনিধিদল, কর্মী-সমর্থকদের স্লোগান বিমানবন্দরে

    ত্রিপুরায় গৃহবন্দি IPAC কর্মীরা, আগরতলা পৌঁছল তৃণমূলের প্রতিনিধিদল, কর্মী-সমর্থকদের স্লোগান বিমানবন্দরে

    ত্রিপুরায় আইপ্যাক কর্মীদের আটক করে রাখার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।আগরতলায় পৌঁছে গেল তৃণমূলের প্রতিনিধিদল। ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে পৌঁছে প্রাথমিক নীতি-নিয়ম পার করে রওনা দিয়েছেন শহরের উদ্দেশে। একটি হোটেলে পৌঁছেছেন তাঁরা। এদিন তাঁরা বিমানবন্দরে নামতেই স্লোগান ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘আমরা রাজনৈতিক কারণেই এখানে এসেছি। আমাদের দলের কর্মীরা বাইরে অপেক্ষা করছেন, আমরা তাঁদের সঙ্গে কথা বলব। বিধানসভা নির্বাচনের পর থেকেই গণতন্ত্র স্তব্ধ ত্রিপুরায়। এখানে বহু পার্টি অফিস জ্বালানো হয়েছে, অনেককে খুন করা হয়েছে । আমরা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে এসেছি।’ আগরতলার হোটেলে বলতে গেলে প্রায় গৃহবন্দি দশা প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন কর্মীর। ত্রিপুরা পুলিশের হাত থেকে তাঁদের উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ আগরতলায় পৌঁছোলেন বাংলার দুই মন্ত্রী মলয় ঘটক এবং ব্রাত্য বসু। সঙ্গে গেলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। কাল বৃহস্পতিবার ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর আইপ্যাকের কর্মীদের আটকে রাখার ঘটনাকে হাতিয়ার করে ত্রিপুরায় দলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই অভিষেকরা আগরতলা অভিযানে যাচ্ছেন। গত ১৫ দিন ধরেই আগরতলায় খবর ছিল, অগস্টে ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরের প্রাণকেন্দ্রে একটি পার্টি অফিসও উদ্বোধন হওয়ার কথা। কিন্তু অত দিন অপেক্ষা করতে হল না। তাঁর আগেই ত্রিপুরায় যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল অভিষেকের জন্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments