More
    Homeরাজনৈতিকত্রিপুরায় জামিন পেলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ

    ত্রিপুরায় জামিন পেলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ

    ত্রিপুরা জেলা আদলত থেকে জামিন পেলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ Sayani Ghosh Gets Bail)৷ খুনের চেষ্টার অভিযোগ সহ বেশ কয়েকটি ধারায় সায়নীকে রবিবার গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ (Tripura Violence)৷ সায়নী জামিন পাওয়ায় নিজেদের নৈতিক জয়ই দেখছে তৃণমূল শিবির৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের দাবি, সায়নীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ যে সাজানো ছিল, তা প্রমাণিত হয়ে গিয়েছে৷

     

    জামিন পাওয়ার পর সায়নী বলেন, ‘যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ৷ গতকাল দিদির সঙ্গেও কথা হয়েছে৷ আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছিল তা প্রমাণিত৷ রাজনৈতিক লড়়াইটা রাজনৈতিক ভাবে হলেই বোধ হয় ভাল হয়৷ মানুষ সবই দেখছেন, ত্রিপুরার মানুষ সময়মতো এর বিচার করবেন৷ এর থেকেই প্রমাণিত ত্রিপুরায় মহিলারা নিরাপদ নয়৷

    ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটি সভার পাশ দিয়ে যাওয়ার সময় সায়নী (Sayani Ghosh) খেলা হবে স্লোগান দেন বলে অভিযোগ ত্রিপুরা পুুলিশের৷ পাশাপাশি, গাড়ি দিয়ে ধাক্কা মেরে সায়নী কয়েকজনকে প্রাণে মারার চেষ্টা করেন বলেও অভিযোগে দাবি করে ত্রিপুুরা (Tripura Politics) পুলিশ৷ সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছাড়াও উষ্কানিমূলক মন্তব্য, অশালীন মন্তব্য, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ৷ এ দিন আদালতে পেশ করে সায়নীকে দু’ দিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানায় ত্রিপুরা পুলিশ৷

    সায়নী ঘোষের আইনজীবীরা অবশ্য পাল্টা দাবি করেন, ঘটনার সময় সায়নী গাড়ি চালাচ্ছিলেন না৷ ফলে তাঁর বিরুদ্ধে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টার যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন৷

    সায়নী জামিন পাওয়ার পরই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘ত্রিপুরা পুলিশ সায়নীর বিরুদ্ধে এই কেসটা বানিয়ে করেছে৷ সেটা প্রমাণ হয়ে গিয়েছে৷ এটা গট আপ কেস, পুলিশের উদ্দেশ্য সামনে চলে এসেছে৷ সায়নী গাড়ি নিয়ে কাউকে ধাক্কা মেরে থাকলে তাঁরা কোথায়?’

    অন্যদিকে ত্রিপুরা বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, ‘জামিন পাওয়া মানেই তো কেউ অভিযোগ মুক্ত হয়ে গেলেন না৷ আদালত যে নির্দেশ দিয়েছে, তা নিশ্চয়ই সঠিক৷ কিন্তু পুলিশ তদন্ত চালিয়ে যাবে৷’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments