More
    Homeপশ্চিমবঙ্গদক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামী বুধবার ভারী বৃষ্টির সতর্কতা...

    দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামী বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি

    বর্ষার ঘনঘোর মরশুম চলছে রাজ্যজুড়ে। আজও দুই বঙ্গেই বৃষ্টির (Monsoon) পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। যেটি বিহার থেকে উত্তরবঙ্গের উপরে দিয়ে গেছে। এর ফলে বাতাসে জলীয় বাস্প ঢুকছে হু হু করে সঙ্গে রাজ্যজুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় একেবারে বৃষ্টির অনুকূল পরিবেশ। এমনিতেই প্রায় এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। পাহাড় থেকে জল নামায় অনেক এলাকাই জলমগ্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী, চলতি সপ্তাহেও এই ছবির কোনওরকম বদল ঘটছে না। পাশাপাশি আগামী বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়।উত্তরবঙ্গ যদি এভাবে ভাসে তবে দক্ষিণবঙ্গ আর যায় কোথায়। আজ সোমবার দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেক মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী দুইদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনকী, বীরভূম, মুর্শিদাবাদে আগামী কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বৃষ্টি হলেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমো গরমের অস্বস্তি থেকে রেহাই মিলছে। চলতি সপ্তাহভর চলবে বর্ষা। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments