More
    Homeরাজনৈতিকদল বিরোধী মন্তব্যের জন্য জয়প্রকাশ ও রীতেশকে শোকজ রাজ্য বিজেপির

    দল বিরোধী মন্তব্যের জন্য জয়প্রকাশ ও রীতেশকে শোকজ রাজ্য বিজেপির

    রাজ্য বিজেপির তরফ থেকে শো কজ নোটিশ দেওয়া হল দুই বিজেপি নেতাকে। জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। দলীয় সূত্রের খবর, দল বিরোধী কাজের জন্যই তাঁদের শো কজ করা হয়েছে। রাজ্য কমিটির সদস্য নির্বাচিত করার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে একদল বিজেপি নেতা।

    দল বিরোধী মন্তব্যের জন্য জয়প্রকাশ ও রীতেশকে শোকজ রাজ্য বিজেপির

    Read More-ট্রেনে লাল রঙের সুটকেস ঘিরে বোমাতঙ্ক শিলিগুড়ি স্টেশনে, ঘটনাস্থলে বোম স্কোয়াড

    সেই তালিকায় যেমন আছেন সাংসদ শান্তনু ঠাকুর, অশোক কীর্তনিয়া, সায়ন্তন বসু, তেমনই আছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির নাম। ‘ক্ষুব্ধ’ এই বিজেপি নেতারা প্রকাশ্যে বা ঘনিষ্ঠ মহলে একের পর এক মন্তব্য করেছেন। পৃথক বৈঠক থেকে বনভোজন সবেতেই দেখা গেছে তাঁদের। বিজেপির পুরোনো নেতাদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। তার মধ্যেই রবিবার হঠাত্‍ই দুই নেতার নামে শো কজ নোটিশ পাঠায় বঙ্গ বিজেপি। জানা গেছে, নোটিশে বলা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে দল বিরোধী মন্তব্যের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। এমনকি শৃঙ্খলা ভঙ্গের জন্য দল কেন ব্যবস্থা নেবে না? তার উত্তরও জানতে চাওয়া হয় তাঁদের কাছে। এই চিঠির বিষয়টি নিয়ে বিজেপি নেতা রীতেশ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হ্যাঁ নোটিশ পেয়েছি। তবে দল বিরোধী কী মন্তব্য করছি তা জানি না এখনও।’ যদিও এই নোটিশের কথা অস্বীকার করেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে এখনও কিছু জানি না। আমার কাছে কোনও নোটিশ আসেনি।’ তবে বিজেপি সূত্রের খবর দুজনকেই শো কজ করা হয়েছে। এই শো কজ করে কী দল বাকি বিক্ষুব্ধ নেতাদের কাছে বার্তা দিতে চাইছে? প্ৰশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments