More
    Homeখবরদিবা রাত্রি জ্বলছে পথবাতি, পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে, নজর নেই পৌর...

    দিবা রাত্রি জ্বলছে পথবাতি, পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে, নজর নেই পৌর প্রশাসনের।

    Today Kolkata:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা ৯ নন্বর ওয়ার্ডের ঘটনা। পৌরবাসীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে দিনরাত ধরে জ্বলছে পৌর এলাকার পথবাতি গুলি। পৌর এলাকার একাধিক জায়গাতে কোথাও জ্বলছে হাই মার্চ লাইট তো কোথাও স্ট্রিটলাইট ফলে পৌর এলাকার উন্নয়নের টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ উঠছে। সূত্রের খবর খড়ার পৌরসভার বিদ্যুৎ দপ্তরে বকেয়া বিল কয়েক লক্ষাধিক টাকা। অভিযোগ তারপরও হুঁশ ফেরেনি পৌর প্রশাসনের খড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘন্টা ধরে জ্বলছে পথবাতি গুলি।পৌরবাসীর অভিযোগ এর ফলে করের টাকা নষ্ট হচ্ছে। এলাকার বিজেপির নেতারাও অভিযোগ তুলেছেন খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুইয়ের বিরুদ্ধে। দিবা রাত্রি, দিবা রাত্রি

    বিজেপির অভিযোগ অযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান পদে বসানোর জন্য একদিকে যেমন পৌর এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে অপর দিকে পৌরসভার উন্নয়নের অর্থ অপচয় হচ্ছে। খড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা জানা স্বীকার করে নিয়েছেন যে দিনে, রাতে কয়েকদিন ধরেই পথবাতি গুলি জ্বলছে কি কারনে এই পথবাতি গুলি জ্বলছে তা খবর নিয়ে পৌরসভার চেয়ারম্যানের কাছে তিনি জানাবেন বলে জানিয়েছেন। খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই বলেন এটি টেকনিকেল ফল্ট, সমস্যা মেটানোর দ্রুত উদ্যোগ নেবো।

    দিবা রাত্রি জ্বলছে পথবাতি, পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে, নজর নেই পৌর প্রশাসনের।

    MORE NEWS – Kolkata কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।

    Today Kolkata:- কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের কমবেশি সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। ফলে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ, মনে করা হচ্ছে এমনটাই। বৈশাখে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গরমে অস্বস্তিতে সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদ ক্রমশ চড়তে শুরু করছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, দেখা পাওয়া যাবে কালবৈশাখীর। আম আদমি’-র জন্য এলো সুখবর, CONTINUE READING

    শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়।

    পার্ক সার্কাস সেভেন পয়েন্টএ পুলিশকর্মীদের ওআরএস ও ছাতা বিতরণ পুলিশ কমিশনারের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments