More
    Homeপশ্চিমবঙ্গদুই দিনাজপুরে ৪ টি আদিবাসী উচ্চ প্রাথমিক বিদ্যালয়, হাসপাতালে MRI- সহ কয়েশো...

    দুই দিনাজপুরে ৪ টি আদিবাসী উচ্চ প্রাথমিক বিদ্যালয়, হাসপাতালে MRI- সহ কয়েশো কোটির প্রকল্প, ঘোষণা মমতার

    দুই দিনাজপুর নিয়ে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী। এতে জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবে, বার্তা মমতার।

    দুই দিনাজপুর নিয়ে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী (CM)। বেলা পেরোতেই এদিন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর (Dinajpur) জেলার প্রশাসনিক বৈঠকে ( State Administrative Meeting ) এসে পৌছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

    দুই দিনাজপুরে ৪ টি আদিবাসী উচ্চ প্রাথমিক বিদ্যালয়, হাসপাতালে MRI- সহ কয়েশো কোটির প্রকল্প, ঘোষণা মমতার

    Read More-৩০ বছর ধরে বন্ধ সার কারখানা থেকে এইমস, গোরক্ষপুরে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর

    পুজো পেরিয়ে যাওয়ার পরে এসেছেন বলে শুরুতেই এদিন দীপাবলি থেকে ছটপুজো সহ আদিবাসী উত্‍সব, সকল পুজো উপলক্ষে দিনাজপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mmaata Banerjee) ।

    এদিন মমতা বলেছেন, ‘উত্তর দিনাজপুর জেলায় ৭০ কোটি ৪৭ লক্ষ টাকা মূল্যে ১৫ টি প্রকল্পের শিলান্য়াস করা হচ্ছে। এবং ১৬৩ কোটি ৯৮ লক্ষ টাকা মূল্যের ৩০ টি প্রকল্পের এদিন উদ্ধোধন হবে। এতে জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবে। এবং দক্ষিণ দিনাজপুর জেলায়, ১০৭ কোটি ৩৩ লক্ষ টাকা মূল্যে ২৩ টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এবং ১৩৭ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যে ৪২ টি প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও বালুরঘাট জেলা হাসপাতালে এমআরআই ইউনিট স্থাপন করার কাজ শুরু হয়েছে। ৪ টি সাঁওতালি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিকে পরিণত করা হচ্ছে। পরবর্তী সেশন থেকে ক্লাস শুরু হবে।’ প্রশাসনিক বৈঠক তথ্য দিয়ে সাহায্য করলেন রাজ্যের মুখ্যসচিব।

    RELATED ARTICLES

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments