More
    Homeজাতীয়দু'দিনের সফরে আজ ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ

    দু’দিনের সফরে আজ ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ

    দু’দিনের সফরে আজ ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দুই বিদেশমন্ত্রী। রুশ বিদেশমন্ত্রীর এই ভারত সফর ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্যও একটি ক্ষেত্র তৈরি করবে বলে মনে করছেন কূটনীতিবিদরা।

    গত বৃহস্পতিবারই রুশ বিদেশমন্ত্রকের তরফে মারিয়া জাখারোভা সের্গেই লাভরভের ভারত সফরের কথা জানিয়েছিলেন। আজ ৫ ও আগামিকাল ৬ এপ্রিল ভারতে থাকবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। করোনা অতিমারীর জেরে দত দু’দশকের মধ্যে প্রথমবার ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছিল।

    ভারত ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক দীর্ঘ দিনের। দু’দেশের মধ্যে ‘ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়েছে বহু আগে। ২০০০ সাল থেকে ভারত ও রাশিয়া দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন হচ্ছে। এখনও পর্যন্ত ভারত ও রাশিয়ায় মধ্যে পর্যায়ক্রমে ২০টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বছরের পর বছর ধরে চলা এই সম্মেলনের জেরে আরও কাছাকাছি এসেছে দুই দেশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments