More
    Homeখবরদেশজুড়ে পেট্রোল ও ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল কংগ্রেস।

    দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল কংগ্রেস।

    নতুন দিল্লী :-  দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল কংগ্রেস। আজ নতুন দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদেরা পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন। ঐ প্রতিবাদে রাহুল গান্ধী ছাড়াও হাজির ছিলেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক সিংভির মত সিনিয়ার নেতা ও সাংসদেরা। দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতারা আজ পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবীতে সোচ্চার হন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, “যেভাবে দেশের সর্বত্র পেট্রল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে, তার প্রতিবাদেই আজ আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলনে নেমেছি।” প্রসঙ্গত উল্লেখ্য দেশে পাঁচ রাজ্যে ভোট মিটতেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম অস্বাভিক হারে বেড়ে গিয়েছে। বানিজ্য নগরী মুম্বইতে পেট্রোল এর দাম আজ 116 টাকা 72 পয়সা। ডিজেলের দাম সেঞ্চুরি পার করে হয়েছে 100 টাকা 94 পয়সা। অত্যধিক দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। সেই কারনেই আজ দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছেন কংগ্রেসের নেতারা।

    দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল কংগ্রেস।

    MORE NEWS – বাংলাদেশে পঞ্চগড়ের করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসব শুরু হয়েছে।

    Today Kolkata:- বাংলাদেশে পঞ্চগড়ের করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসব শুরু হয়েছে। বোয়ালমারী এলাকায় বুধবার ভোরে স্নান শুরু করেন পুণ্যার্থীরা। করোনা মহামারির কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। এ বছর বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী ও সাধু সন্ন্যাসী এই উৎসবে যোগ দিয়েছেন। বাংলাদেশের উজান থেকে এই স্থানে এসে করতোয়া নদীটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত উত্তরদিকে প্রবাহিত হয়েছে। চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এখানে সাত দিন ধরে পুণ্যস্নান চলে। সনাতন ধর্মাবলম্বীরা স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, কাঁচা আম, ডাব, কলাসহ নানা নৈবেদ্য অর্পণের মাধ্যমে স্নান শেষ করেন । CONTINUE READING

    কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে প্লাস্টিকের চারটি বালতিতে বালির মধ্যে বোমা।

    হোলি উৎসবের প্রাক্কালে বাংলাদেশে ইস্কন মন্দির আক্রমণের তীব্র নিন্দা করল বিশ্ব হিন্দু পরিষদ।

    মালদার চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম রিমুভ করা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments