More
    Homeজাতীয়দেশের সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে লাদাখ পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    দেশের সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে লাদাখ পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    দেশের সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে রবিবার লাদাখ পৌঁছলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাজনাথ ভারত-চিন সীমান্ত (Indo China border) সমস্যা গুলি খতিয়ে দেখবেন। সেইসঙ্গে তিনি বর্ডার রোড অর্গানাইজেশনের (Border Road Organization) তৈরি রাস্তা এবং সেতুর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

    লাদাখ সীমান্তে চিনের (China) সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (Line of Actual Control) নিয়ে ভারতের বিবাদ চরমে ওঠার পর থেকেই লাদাখের নিরাপত্তা নিয়ে বিশেষ জোর দেওয়া হয়েছিল। দু দেশের প্রতিরক্ষা এবং বিদেশ বিদেশ মন্ত্রকের তরফ পরপর ১১ দফা বৈঠক হয়। যৌথভাবে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । বিগত কয়েক মাস ধরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের অভিযোগ বেজি প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না। বেজিং এর বিরুদ্ধে অভিযোগ তারা সীমান্তের এক স্থান থেকে সেনা সরিয়ে সীমান্তের অন্যত্র মোতায়েন করে নতুন করে অশান্তি সৃষ্টি করছে।

    শুক্রবারই ভারত ও চিন পূর্ব লাদাখের সীমান্ত ও তার আশেপাশের অঞ্চল নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানের জন্য ২২ তম বৈঠকে বসে।

    এ দিকে, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ও লাদাখের সীমান্ত নিয়ে বরাবরই কঠোর মনোভাব দেখিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি চিনকে একাধিকবার সতর্কও করেছিলেন সীমান্ত দখলের চেষ্টার কারণে। সেনা প্রত্যাহার শুরুর পরও চিনের তরফে অভিযোগ করা হয়, ভারত তাদের এলাকা দখল করছে।

    সেই কারণেই লাদাখের পরিস্থিতি ও নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে এ দিন কেন্দ্র শাসিত অঞ্চলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments