More
    Homeজাতীয়দেশের সৈনিক দেশের জন্য দিতে পারেন আত্ম বলিদান

    দেশের সৈনিক দেশের জন্য দিতে পারেন আত্ম বলিদান

    দেশের সৈনিক দেশের জন্য দিতে পারেন আত্ম বলিদান,
    নিষ্ঠা এবং সততায়
    তারাই তো দেশের মহান।
    দেশের স্বার্থে লরেন তারা
    জীবনের ঝুঁকি নিয়ে,
    অবসরের পরেও মানবিক তারা
    দেশের বাড়ি গিয়ে।

    দেশের সৈনিক দেশের জন্য দিতে পারেন আত্ম বলিদান

    Read more:-পেগাসাস ইস্যু নিয়ে রাজ ভবনের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ালো রাজ্য যুব কংগ্রেস কর্মীরা

    সত্যি এমন এক মানবিক সৈনিকের দেখা মিলল জলপাই সদর ব্লকের পুরাতন পান্ডা পাড়া এলাকায়। সেখানকার জনৈক সৈনিক অনিল মন্ডল যিনি 19 বছর সেনাবাহিনীতে চাকরি করার পর অবসর নিয়ে ফিরে এলেন মঙ্গলবার জলপাইগুড়ির পুরাতন পান্ডা পাড়া নিজ বাসভবনে। শুধু কি তাই এদিন এলাকার বাসিন্দা এবং তার পরিবারের লোকজন সেই সন্ধিক্ষণ টি স্মরণীয় করে রাখতে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বরণ করে ঘরে তোলেন। এবং সেই মানবিক হৃদয় বান সৈনিক অনিল মন্ডল এদিন এলাকার 30 জন দুস্থ মানুষের মধ্যে স্বীত কম্বল বিতরণ করেন। অবসরপ্রাপ্ত সৈনিক অনিল মন্ডল বলেন তিনি 19 বছর নিষ্ঠা এবং সততার মধ্যে দেশের কাজে নিজেকে নিযুক্ত করেছেন। এবং অবসরের পরে বাকি জীবনটা তিনি সমাজের জন্য কাজ করে যাবেন। তার এমন মানবিকতা এবং এক স্মরণীয় মুহূর্ত জমজমাট ও আলোক রশ্মির মধ্যেদিয়ে বন্দি হয়ে রইলো ইলেক্ট্রো চিত্র তরঙ্গে । বিকাশ সরকারের রিপোর্ট হলদিবাড়ি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments