More
    Homeপশ্চিমবঙ্গদোকানে দাঁড়িয়ে চা বিক্রি করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! 'এক ভাঁড় ১৫...

    দোকানে দাঁড়িয়ে চা বিক্রি করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! ‘এক ভাঁড় ১৫ লাখ’

    দোকানে দাঁড়িয়ে চা বিক্রি করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! গায়ে কালো পাঞ্জাবী, মাথায় কালো টুপি। মাঝেমধ্যে দু’কলি গানও গাইলেন। বললেন, ওহ লাভলি! পেছনে তখন ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন অনুগামীরা। তাঁদের অনেকেই প্রধানমন্ত্রীর মুখের আদলে মুখোশ পরেছিলেন। তবে সেই চা খেতে গেলে ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হওয়ার জোগাড়। কারণ, এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। কিন্তু হঠাত্‍ কেন এমন আমূল পরিবর্তন ঘটল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জীবনে? আদতে গোটা বিষয়টাই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। জ্বালানি, রান্নার গ্যাস-সহ একাধিক পণ্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে আমজনতার। আর এর জন্য কেন্দ্রকেই দায়ী করছে বাংলার তৃণমূল সরকার। সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গিয়েই স্যঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন তৃণমূল বিধায়ক। এদিন মদন মিত্রের গলায় স্লোগান ছিল, ‘এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন নরেন্দ্র মোদী আমাদের খাওয়াচ্ছেন।’ কিন্তু এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা কেন? মদনের দাবি, ক্ষমতায় এলে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন বলে ২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। পাশাপাশি, নিজের চা-বিক্রেতা ভাবমূর্তিকেও সেইসময় হাতিয়ার করেছিলেন তিনি। দুটো বিষয়কে আজ একসাথে তুলে ধরা হল এই প্রতিবাদের মাধ্যমে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments