More
    Homeখবরদ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো? জল্পনা তুঙ্গে।

    দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো? জল্পনা তুঙ্গে।

    Today Kolkata:- দ্বিতীয় মোদী সরকারের (Modi Government) শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো ? জল্পনা তুঙ্গে। নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের দ্বিতীয় দফার শেষ বাজেটে ব্যক্তিগত আয়কর (Income Tax) কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

    তবে সবটাই হতে পারে নির্বাচনের কথা মাথায় রেখে। চলতি বছরে ১০ রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election) এবং আগামী বছরের লোকসভা নির্বাচনের (Lokaova Eletion) আগে বাড়ানো হতে পারে করমুক্ত আয়ের সীমা। বিভিন্ন ধারার অধীনে করছাড়ের মাত্রা বাড়তে পারে বলে বলে অনুমান। লগ্নি টেনে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখতে কয়েক বছর আগে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government) কর্পোরেট সংস্থাগুলির কর কমিয়েছিল।

    দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো ? জল্পনা তুঙ্গে

    দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো ? জল্পনা তুঙ্গে

    ১ লা ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitaraman)। যা হবে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister)। সাধারণ মানুষের পাশাপাশি বাজেটের দিকে তাকিয়ে দেশের শিল্প মহল।

    প্রসঙ্গত, ২০২০ সালের বাজেটে আয়কর কাঠামোর কিছু পরিবর্তন করা হয়েছিল। অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা, ঘাটতি কিছুটা কমিয়ে আনতে নির্মলা (Nirmala Sitaraman) নতুন কিছু কর চাপাতে পারেন। কমিয়ে আনা হতে পারে গত তিন বছরে দেওয়া কোভিড (Covid) বাবদ ত্রাণ। আশা বাস্তবে কতটা পূরণ হবে তা বোঝা যাবে বাজেট প্রস্তাব পেশের দিন।

    দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজটে বদলাবে আয়কর কাঠামো? জল্পনা তুঙ্গে।

    ২৪ ঘণ্টা পর উদ্ধার নেপালের দুর্ঘটনাগ্রস্থ বিমানের ব্ল্যাক বক্স, দুর্ঘটনার কারণ জানা যাবে শীঘ্রই।

    MORE NEWS – সুজন চক্রবর্তীর বাড়িতে দিদির দূত লাভলি মৈত্র, বাম নেতার সু-জন হতে পারলেন তৃণমূল বিধায়ক?

    বাম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বাড়িতে পৌঁছে গেলেন দিদির দূত সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক অরুন্ধতী (লাভলি) মৈত্র (Lavely Maitra)। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজনের কালিকাপুরের পাড়ায় গিয়েছিলেন তিনি। একেবারেই সুজন বাবুর দুয়ার কড়া নাড়লেন লাভলি(Lovely Maitra)।

    সুজন (Sujan Chakraborty) যদিও সেই সময় বাড়িতে ছিলেন না। দলীয় কাজে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় ছিলেন। তাঁর দাদা, ভাই এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেন লাভলি। কথা বলেন সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর (Mili Chakraborty) সঙ্গে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments