More
    Homeজাতীয়দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে, গুজরাত উপকূলে শুরু ঝড়-বৃষ্টি, সতর্কতা জারি মহারাষ্ট্রে

    দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে, গুজরাত উপকূলে শুরু ঝড়-বৃষ্টি, সতর্কতা জারি মহারাষ্ট্রে

    দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে। ইতিমধ্যেই গুজরাত উপকূলে ঝড়-বৃষ্টির শুরু হয়ে গিয়েছে। প্রবল বর্ষণের জেরে সুরাত উপকূলে এক জন মারা গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। মহারাষ্ট্রে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

    আগামী ৩ ঘণ্টায় মহারাষ্ট্রের পুণে এবং নাসিকে তীব্র ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।গুজরাতের জুনাগড় ও আমরেলিতে সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা। গির অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে জুনাগড়ে ১২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গতকাল গোয়া ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় তওতে। প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে গোয়া ও কর্ণাটকে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৪ জনের। কেরলে মৃত্যু হয়েছে ২ জনের। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। কেরলেও ভারী বৃষ্টি চলছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments