More
    Homeজাতীয়ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপে পড়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

    ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপে পড়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

    ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা হওয়ার পর ক্ষমা চেয়ে নিলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে আর রমেশ কুমার (Congress MLA Apologizes for Rape Comment)। বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় দাঁড়িয়ে রমেশ কুমার বলেছিলেন, ‘ধর্ষণ অবধারিত বুঝতে পারলে তা উপভোগ করাই ভাল।’

    ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপে পড়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

    Read More-পেগাসাস কাণ্ডে রাজ্যের গঠিত তদন্ত কমিশনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট

    এ দিন অবশ্য রমেশ কুমার (KR Ramesh Kumar)জানিয়েছেন, নিজের মন্তব্য নিয়ে যথেষ্টই অনুতপ্ত তিনি। নিজের স্বপক্ষেও কোনও যুক্তি খাঁড়া করতে চান না। কারণ তা করতে গেলে আরও ভুলের সম্ভাবনা বাড়ে।

    রমেশ কুমার দাবি করেছেন, তিনি শুধুমাত্র প্রচলিত একটি উপমাই দিতে গিয়েছিলেন। মহিলাদের অসম্মান করা বা অপরাধকে খাটো করে দেখানো তাঁর উদ্দেশ্য ছিল না। কংগ্রেস বিধায়ক বলেন, ‘আমার মন্তব্যের জন্য কোনও মহিলা অপমানিত বোধ করলে দুঃখিত। আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।’ বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভার অধিবেশন চলাকালীনই রমেশ কুমার বলেছিলেন, ‘ধর্ষণ যখন অবধারিত, তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল!’

    বন্যা বিধ্বস্ত কর্ণাটকে ক্ষয়ক্ষতি বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা চলছিল। নিজেদের বিধানসভা এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে চাইছিলেন সব বিধায়কই। ফলে সমস্যায় পড়েন স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাজেরি। কারণ সন্ধে ছ’টার নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশনের কাজ শেষ করতে চাইছিলেন তিনি। অথচ বিধায়করা চাইছিলেন অধিবেশনের কাজ দীর্ঘায়িত হোক। কারণ প্রত্যেকেই িনজেদের বিধানসভা এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরতে।

    পরিস্থিতি দেখে হাসতে হাসতেই অধ্যক্ষ বলেন, ‘আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে মনে হচ্ছে সবাইকে বলি আপনারা চালিয়ে যান। গোটা বিষয়টা উপভোগ করি। মনে হচ্ছে কোনও কিছু নিয়ন্ত্রণের চেষ্টা না করে আপনাদের বলি যে নিজেদের বক্তব্য চালিয়ে যান। কোনও নিয়ম, বিধি মানার প্রয়োজন নেই।’

    স্পিকার ক্ষোভের সঙ্গে এর পরে জানান, অধিবেশনের কাজ ঠিক মতো চলছে না। সেটাই তাঁর রাগের কারণ। তখনই অধ্যক্ষকে থামিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক রমেশ কুমার বলেন, ‘দেখুন কথাতেই আছে, যখন ধর্ষণটা অবধারিত তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল। আপনার অবস্থাও সেরকমই।’ এর পরই বিতর্কের সূত্রপাত।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments