More
    Homeপশ্চিমবঙ্গনবদ্বীপে রেলের আন্ডারপাসে জমা জলে পড়ে মৃত্যু যুবকের, প্রতিবাদে ট্রেন অবরোধ

    নবদ্বীপে রেলের আন্ডারপাসে জমা জলে পড়ে মৃত্যু যুবকের, প্রতিবাদে ট্রেন অবরোধ

    রেললাইনের নীচে আন্ডারপাসে লাগাতার বৃষ্টিতে জল জমে গিয়েছিল। আর সেই জলে পড়ে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ব্য়পক উত্তেজনা তৈরি হয়েছে নদিয়ার নবদ্বীপে। উত্তেজিত জনতা প্রতিবাদে ট্রেন অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের ভান্ডারটিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের মাঝে ওই আন্ডারপাসে প্রচুর জল জমে ছিল।

    নবদ্বীপে রেলের আন্ডারপাসে জমা জলে পড়ে মৃত্যু যুবকের, প্রতিবাদে ট্রেন অবরোধ

    Read More-রাজ্যে শিশুদের জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ ও চিকিত্‍সার গাইডলাইন ঘোষণা স্বাস্থ্য ভবনের

    শুক্রবার রাতের দিকে ওই আন্ডারপাসে সাইকেল নিয়েই যাচ্ছিলেন হরিপদ কর্মকার নামে এক যুবক। রাতের অন্ধকারে কতটা জল জমে রয়েছে হয়তো তিনি বুঝতে পারেননি। অসাবধানবশত কোনও গর্তে পড়ে গিয়েই মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে তাঁর দেহ ভাসতে দেখেন আন্ডারপাসের জমা জলে। তাঁর সাইকেলটিও ছিল সেখানে। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

    Read More-BREAKING: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

    প্রতিবাদে সকাল ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা রেল অবরোধ করেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অল্প বৃষ্টিতেই ওই আন্ডারপাসে জল জমে যায়। রেলের কোনও উদ্য়োগ নেই এটা ঠিক করার। তাঁদের দাবি, হরিপদর পরিবারের এক জনকে চাকরি দিতে হবে। পরে রেলের আধিকারিক এবং পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান। পরে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments