More
    Homeআন্তর্জাতিকনিজের স্পেস স্টেশন গড়তে মহাকাশে রকেট পাঠাচ্ছে চিন, আজই মহাশূন্যের পথে পাড়ি...

    নিজের স্পেস স্টেশন গড়তে মহাকাশে রকেট পাঠাচ্ছে চিন, আজই মহাশূন্যের পথে পাড়ি দিচ্ছেন ৩ চিনা নভোশ্চরও

    নিজের স্পেস স্টেশন গড়তে মহাকাশে রকেট পাঠাচ্ছে চিন। আজই উড়ান নেবে সেই রকেট। তবে এবার কেবল যন্ত্র নয়, মহাকাশযানে করে মহাকাশে পাড়ি দিচ্ছেন ৩ চিনা নভোশ্চরও। চিনের মহাকাশ অভিযান সংস্থা সিএমএসএ-র রকেটে করে আজই মহাশূন্যের পথে পাড়ি দিতে চলেছেন তাঁরা। শেনঝাও-১২ নামের মহাকাশযানে সওয়ার হতে চলেছেন হাইসিয়েঙ, লিউ বমিং এবং তাঙ হংবো নামের তিন মহাকাশচারী। তিন জনেই এর আগে মহাকাশে গিয়েছেন। চিনের গোবি মরুভূমির মাঝে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আজ, স্থানীয় সময় সকাল ৯.২২ মিনিট নাগাদ উত্‍ক্ষেপণ হওয়ার কথা রকেটের। মহাকাশে চিনের নিজের স্পেস স্টেশন গড়ার পরিকল্পনা চলছে বেশ কয়েক বছর ধরেই। সেই কাজ এগোতেই এই মিশন বলে জানা গেছে। ইতিমধ্যেই স্পেস স্টেশন তৈরির কাজে এর আগে দু’বার রকেট পাঠানো হয়ে গিয়েছে চিনের। তবে তাতে কোনও মহাকাশচারী ছিলেন না। এটি স্পেস স্টেশন তৈরির পরিকল্পনায় চিনের তৃতীয় মহাকাশ অভিযান। চিনের সংবাদমাধ্যম সূত্রের খবর, চিনের স্পেস স্টেশনের প্রাথমিক একটি কোর মডিউল নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে মহাকাশে। আজ যে স্পেসশিপটি উড়ান নেবে, সেটি গিয়ে তার সঙ্গে যুক্ত হবে। এর পরেই সেই কোর মডিউলে মোট তিন মাস সময় কাটাবেন ৩ মহাকাশচারী। জানা গেছে, চিনের স্পেস স্টেশনের এই কোর মডিউলের নাম ‘তিয়ানহে’। চিনা ভাষা থেকে বাংলা করলে যার অর্থ ‘স্বর্গের জাহাজ’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments