More
    Homeঅনান্যনিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট।

    নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট।

    Today Kolkata:- এসএসসির নিয়োগ দুর্নীতির নতুন একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরির আবেদন করেছে কমিশন? কে করেছে এই ‘বেনামী’ আবেদন ? এবার সেই বিষয়টি তদন্ত করে দেখবে সিবিআই। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছেন তিনি। ক্ষুব্ধ বিচারপতি মন্তব্য করেন, ‘এটা একটা সংগঠিত অপরাধ। যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছেন আর অযোগ্য নিয়োগ করা হচ্ছে।’ প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি দাবি করেছেন, কমিশনের নামে এই আবেদন করা হলেও, এটা কমিশনের করা নয়। কমিশনকে সামনে রেখে কেউ এটা করিয়েছে। এগুলি ‘বেনামী’ আবেদন।

    এর দায়ভার বর্তমান চেয়ারম্যানের হতে পারে না। অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন এবং যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নিয়োগ দেওয়ার জন্য এই শূন্যপদ তৈরির কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনকে। সচিবকেও জেলে যেতে হতে পারে। এমন মন্তব্যও করেছেন বিচারপতি। পাশাপাশি তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাহলেও স্বাগত। আবার যদি কোনও দালাল আসতে চান, তাঁকেও স্বাগত জানানো হবে।’

    নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট।

    বিশ্বকাপের মাঝেই কাতার সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

    টুইটারের দায়িত্ব নিয়েই ১৩ কেজি ওজন হ্রাস এলন মাস্কের , সংস্থার দুশ্চিন্তার কারণেই কি মাস্কের শারীরিক অবস্থার অবনতি ?

    MORE NEWS – স্নানের সময় ড্রাম থেকে জল তুলে গায়ে ঢেলে দিতে হবে, বায়না জেলবন্দি পার্থর।

    কখনও সবার থেকে একটু বেশি পরিমাণ খাবার দিতে হবে, আবার কখনও স্নানের সময় তাঁর গায়ে জল ঢেলে দেতে হবে। এটি ছোট কোনও বাচ্চার আবদার নয়। এহেন অদ্ভুত আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পার্থ বায়না ধরেছেন, স্নানের সময় লোক দিতে হবে, যিনি ড্রাম থেকে জল তুলে তাঁর গায়ে ঢেলে দেবেন।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। জেলবন্দি পার্থর এমন শিশু সুলভ আবদারে নাজেহাল জেল কর্তৃপক্ষ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments